সোমনাথ রায়, নয়াদিল্লি: পুজোর আগে জামিনের লক্ষ্যে সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। মানিকের জামিনের আবেদন গ্রাহ্য করল না শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, মানিকের মামলা চলবে কলকাতা হাই কোর্টেই (Calcutta High Court)।
কলকাতা হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি হচ্ছে না। পরপর চার দিন শুনানি স্থগিত হয়েছে। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। দাবি ছিল, মামলার দ্রুত শুনানি করে জামিনের ব্যবস্থা করা। কিন্তু শীর্ষ আদালতে বিশেষ স্বস্তি পেলেন না তিনি। শীর্ষ আদালত জানিয়ে দিল, কলকাতা হাই কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। এই অবস্থায় হাই কোর্টই জামিনের বিবেচনা করবে। ১৬ নভেম্বর পূর্ব নির্ধারিত দিনেই মানিক ভট্টাচার্যর দায়ের করা মামলার শুনানি করুন, হাইকোর্ট কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]
যার অর্থ এবারের পুজোও জেলেই কাটবে পলাশীপাড়ার বিধায়কের। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার নেওয়ার পরই ইডি’র স্ক্যানারে আসেন মানিক। একাধিকবার তলবের পর গত বছরের ১১ অক্টোবর ইডি’র হাতে গ্রেপ্তার হন তিনি। তারপর মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়।
[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! বউবাজারে গ্রেপ্তার স্বামী]
মানিকের স্ত্রী শতরূপা অবশ্য জামিন পেয়ে গিয়েছেন। তবে তাঁর ছেলে সৌভিকও আপাতত জেলে। ইডির (ED) অভিযোগ ছিল, বেনামি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে গিয়েছে মানিকের ছেলের অ্যাকাউন্টে। সৌভিকের ছেলের নামে বহু স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে, যা নিয়োগ দুর্নীতির টাকায় কেনা। সৌভিকও বারবার কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করে সুরাহা পাননি। শেষমেশ তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে খবর।