shono
Advertisement

প্রকাশ্যে ঝাঁসির রানির লড়াইয়ের কথা, মুক্তি পেল টিজার

টিজার মন ছুঁয়েছে সকলের। The post প্রকাশ্যে ঝাঁসির রানির লড়াইয়ের কথা, মুক্তি পেল টিজার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:03 PM Oct 02, 2018Updated: 03:03 PM Oct 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খুব লড়ি মর্দানি থি উয়ো। ঝাঁসি ওয়ালি রানি থি উয়ো।’ নাম ছিল তাঁর মণিকর্ণিকা। ব্রিটিশরাজের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি। সেই গল্পই এবার উঠে এসেছে বড়পর্দায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে তারই এক ঝলক।

Advertisement

টিজার শুরু হয়েছে অমিতাভ বচ্চনের আওয়াজ দিয়ে। তাঁর স্বরেই ব্যক্ত হয়েছেন মণিকর্ণিকা। তিনি বলেছেন, ভারত সবসময় অতিথিদের আপ্যায়ণ করেছে। অতিথিদের জন্য সবসময় ভারতীয়দের মনের দরজা খোলা ছিল। আর সেই পথেই প্রবেশ করে ইংরেজরা। বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদণ্ডে। নিজের মাতৃভূমিকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নেন ঝাঁসির রানি। ব্রিটিশের রক্তে রাঙা হয় ঝাঁসির মাটি।

ভেলপুরি থেকে আড্ডা, পুজোয় অনেক কিছুই মিস করেন কৌশিক-শ্রীজাতরা ]

টিজারে এর বেশি কিছু দেখানো হয়নি। তবে দর্শকের জন্য বড় পাওনা হতে চলেছে ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’। আর হবে নাই বা কেন? ‘বাহুবলী’ ও ‘ভাগ মিলখা ভাগ’ ছবির চিত্রনাট্য যাঁরা লিখেছেন, তাঁরাই এই ছবিরও চিত্রনাট্য লিখেছেন।

এই ছবিতে অভিনেত্রীর পাশাপাশি পরিচালকের ভূমিকাও পালন করেছেন কঙ্গনা। ছবিটি শুরু করেছিলেন কৃষ জাগরলামুদি। কিন্তু ছবির কিছু কিছু দৃশ্য কঙ্গনার মন মতো হয়নি। তাই পরিচালনার কাজটি নিজের হাতেই নিয়ে নেন কঙ্গনা। ছবির একজন প্রযোজক নিশান্ত পিট্টি একথা জানান।

‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবিতে বাঙালি দর্শকদের জন্য বড় পাওনা যিশু সেনগুপ্ত। ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের স্বামী রাজা গঙ্গাধর রাওয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। সদাশিবের চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। তাঁতিয়া টোপি হয়েছেন অতুল কুলকার্ণি। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রবেশ করছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে। ঝলকারি বাঈয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটির মুক্তির দিন ধার্য হয়েছে ২০১৯ সালের ২৫ জানুয়ারি।

আমার দুগ্গা: পুজো শুরু হত কার ক’টা জামা গুনে ]

The post প্রকাশ্যে ঝাঁসির রানির লড়াইয়ের কথা, মুক্তি পেল টিজার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement