shono
Advertisement

‘মণিপুর স্বাভাবিক হচ্ছে’, অমিত শাহের সঙ্গে বৈঠকে দাবি মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের

অমিত শাহের বাসভবনেই ডেকে পাঠানো হয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রীকে।
Posted: 06:38 PM Aug 24, 2023Updated: 06:38 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা বিধ্বস্ত মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বিরেন সিং (N Biren Singh) দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে। বৈঠকের শুরুতে তিনি জানালেন, ধীরে ধীরে মণিপুরে শান্তি ফিরছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মণিপুর নিয়ে ওয়াকিবহাল রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। প্রসঙ্গত, মে মাসের প্রথম থেকেই জাতি সংঘর্ষের আগুনে জ্বলছে মণিপুর। হিংসার জেরে প্রাণ হারিয়েছেন ১৭০ জনেরও বেশি মানুষ।

Advertisement

সংঘর্ষ শুরু হওয়ার পরে এই প্রথমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিরেন সিং। সূত্রের খবর, অমিত শাহ নিজেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হয়েছে। সরকারিভাবে এই বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিরেন সিং বলেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মণিপুর। রাজ্যজুড়ে শান্তি ফিরেছে। রাজ্যের পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

[আরও পড়ুন: ‘আমাদের অনুদান ফিরিয়ে দাও’, ভারতের চন্দ্রযানের সাফল্যে হাস্যকর দাবি ব্রিটিশ সাংবাদিকদের]

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তৃতা- একাধিক প্রধানমন্ত্রী দাবি করেছেন যে মণিপুরে শান্তি ফিরেছে। তিনি বলেন, গোটা দেশ মণিপুরের মা-বোনদের পাশে রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেও মণিপুর থেকে প্রাণহানির খবর মিলেছে। হিংসার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে মণিপুরের বিধানসভার অধিবেশনও।

জানা গিয়েছে, আগামী ২৯ আগস্ট ফের শুরু হবে মণিপুরের বিধানসভা অধিবেশন। তার ঠিক আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে থাকাকালীন বৈঠকে বসেছিলেন বিরেন সিং। তারপরেই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। যদিও শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্র ছিঁড়ে ফেলা হয়। তারপরে এই প্রথমবার অমিত শাহের সঙ্গে বৈঠকে বিরেন সিং।

[আরও পড়ুন: বিক্রম চাঁদ ছুঁতেই ওড়িশায় ভূমিষ্ঠ চন্দ্রযান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement