shono
Advertisement

মণিপুরে মহিলাদের বিবস্ত্র করার ঘটনায় গ্রেপ্তার ৪, এত বিতর্কেও ইস্তফা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী

পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, দাবি বিজেপির।
Posted: 08:45 AM Jul 21, 2023Updated: 11:26 AM Jul 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে দুই মহিলাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে দেশবাসীর। সার্বিকভাবে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। নিত্যদিন হিংসা, খুন। হচ্ছে ধর্ষণও। অথচ এত কিছু সত্ত্বেও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের (N Biren Singh) বিরুদ্ধে কোনওরকম কোনও পদক্ষেপ করছে না বিজেপি (BJP)।

Advertisement

দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার গুঞ্জন শুরু হয়েছিল, এবার হয়তো ইস্তফা দিতে হবে মুখ্যমন্ত্রীকে। বিরেন সিংয়ের পদত্যাগের দাবি উঠছিল সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসও (Congress) মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছিল। এমনকী অমিত শাহ তড়িঘড়ি যেভাবে তাঁকে ফোন করেছিলেন, তাতে সেই জল্পনা আরও বাড়ে। কিন্তু বিজেপি সূত্রের খবর, বিরেন সিংকে আপাতত ইস্তফা দিতে হচ্ছে না। তাঁর উপরই ভরসা রাখছে দল।

[আরও পড়ুন: ‘বিষয়টাকে প্রেস্টিজ ইস্যু বানাবেন না’, চিতামৃত্যুতে কেন্দ্রের ভর্ৎসনার মুখে কেন্দ্র]

বিজেপি সূত্রের দাবি, মণিপুরের (Manipur) অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ জানিয়েছে, দুই মহিলা নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ঘটনা ঘটনাটি গত ৪ মে-র। তারপর প্রায় দেড় মাসের বেশি সময় কেটে গিয়েছে। এখন আর পরিস্থিতি আগের মতো অগ্নিগর্ভ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজে আইনশৃঙ্খলার ব্যাপারটা দেখছেন। মেইতেই এবং কুকি দুই শিবিরের সঙ্গেই তিনি কথা বলছেন। দুপক্ষকেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিচ্ছেন তিনি। বিজেপি বলছে আপাতত মুখ্যমন্ত্রী বদলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কেন্দ্র পদক্ষেপ করছে। মহিলা কমিশনও পদক্ষেপ করছে। মহিলাদের বিবস্ত্র করার ভিডিও যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। 

[আরও পড়ুন: যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণের জামিনের বিরোধিতা করল না দিল্লি পুলিশ, স্থগিত রায়দান]

মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসনও। বৃহস্পতিবারই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মোট চারজন এই ঘটনায় গ্রেপ্তার। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ। সূত্রের খবর, উত্তেজিত জনতা মূল অভিযুক্তের বাড়িও পুড়িয়ে দিয়েছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement