shono
Advertisement

স্বাধীনতা দিবসে মণিপুরে উড়ল ‘নাগা জাতীয় পতাকা’, উদ্বেগ দিল্লিতে 

তবে কি ফের উত্তাল হতে চলেছে নাগাভুম? The post স্বাধীনতা দিবসে মণিপুরে উড়ল ‘নাগা জাতীয় পতাকা’, উদ্বেগ দিল্লিতে  appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Aug 15, 2019Updated: 10:41 AM May 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলা স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই ফের উদ্বেগ বাড়াল মণিপুর৷ গতকাল, অর্থাৎ ১৪ আগস্ট ওই রাজ্যেজুড়ে উড়তে দেখা যায় নাগা জাতীয় পতাকা৷ বিশেষ করে নজর কেড়েছে সেনাপতি জেলা৷ সেখানে গোটা দেশ থেকে কয়েক হাজার নাগা জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে ‘নাগা স্বাধীনতা দিবস’ পালন করেন৷

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভাষণে উহ্য পাকিস্তান, স্বাধীনতা দিবসে ‘পথ পরিবর্তনের’ ইঙ্গিত নমোর]

এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নয়াদিল্লিতে৷ ফের উত্তর-পূর্বের এই রাজ্যটি অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কর্তারা৷ উল্লেখ্য, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, অসম ও মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা ‘নাগালিম’ গড়ার ডাক বহুদিনের৷ এই দাবিতে অনেক দিন ধরেই জঙ্গি আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন৷ সংগঠনটি দু’ভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র৷ ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড৷ কিন্তু গতকালের পতাকা উত্তোলনে ফের ছড়িয়েছে উদ্বেগ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্ত সংবিধানের ৩৭০ ধারার জন্য বিশেষ মর্যাদা ভোগ করত জম্মু-কাশ্মীর৷ একইভাবে নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিও ৩৭১ ধারার ফলে বিশেষ কিছু সুবিধা পায়৷ তাই ৩৭০ ধারা বিলুপ হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে সেখানের মানুষের মধ্যে৷ ফলে নাগা জাতীয় পতাকা উত্তোলন একপ্রকার বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে৷                   

[আরও পড়ুন: পরিবেশ রক্ষায় নজর মোদির, গান্ধী জয়ন্তীতে সূচনা হবে প্লাস্টিক বিরোধী কমর্সূচির]

 

The post স্বাধীনতা দিবসে মণিপুরে উড়ল ‘নাগা জাতীয় পতাকা’, উদ্বেগ দিল্লিতে  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার