সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ‘মন কি বাত’। লোকসভা নির্বাচনের শেষে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। আর তার পরই ফের নতুন করে শুরু হল মোদির মাসিক অনুষ্ঠান। এদিন ‘মন কি বাত’-এর ১১১তম পর্বে আবেগপ্রবণ হয়ে তিনি বললেন, তিনি ফের পরিবারের কাছে ফিরে এসেছেন। প্যারিস অলিম্পিক থেকে হুল দিবস- নানা প্রসঙ্গই উঠে এল মোদির মুখে। সেই সঙ্গে ‘এক পেড় মা কে নাম’ নামের প্রকল্পের কথা বলতে গিয়ে সকলকে গাছ লাগানোর উৎসাহও দিলেন। সেই সঙ্গে তাঁকে 'গণতন্ত্রে বিশ্বাস' রাখার জন্য দেশের ভোটারদের ধন্যবাদ দিতে দেখা যায়।
‘মন কি বাত’-এর (Mann Ki Baat) ১১০ তম পর্বে মোদি জানান, “সামনেই লোকসভা ভোট। মার্চ মাসেই দেশে নির্বাচনীবিধি কার্যকর হবে। তাই আগামী তিন মাস মন কি বাত সম্প্রচার হবে না।” অবশেষে আজ মোদি ফের রেডিও অনুষ্ঠানে যোগ দিলেন। আর প্রথম দিনই তাঁর মুখে উঠে এল সংস্কৃত শ্লোক 'ইতি বিদা পুনর্মিলনায়।' তিনি বলেন, ''এই বাক্যটির অর্থ বড়ই মধুর। এর অর্থই আমি বিদায় নিচ্ছি, তবে ফিরে আসার জন্য। ফেব্রুয়ারি মাসে বলেছিলাম নির্বাচনের সময়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারব না। ভোট শেষ হতেই ফের আপনাদের কাছে চলে এলাম।''
[আরও পড়ুন: পালিয়ে বিয়ে, মদের আসরে ডেকে জামাইকে খুন করালেন শ্বশুর!]
এদিন মোদির কাছে শোনা গেল ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পের কথাও। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে নতুন প্রকল্পের সূচনা করেছেন মোদি। এদিন সেই প্রসঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ''যদি আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক কোনটা? তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন, মা। আমরা মাকে কিছু দিতে তো পারি না। কিন্তু কিছু করতে তো পারি? এই ভাবনা থেকেই এক বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের নাম 'এক পেড় মা কে নাম'। সকলকে আহ্বান করা হয়েছে, মায়ের নামে একটি গাছ লাগানোর জন্য।''
এছাড়াও এদিন হুল দিবস নিয়ে বক্তব্য রাখেন মোদি। পাশাপাশি প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। যোগ দিবস নিয়েও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এভাবেই নানা প্রসঙ্গ রবিবাসরীয় রেডিও অনুষ্ঠানে উঠে গেল তাঁর মুখে।