সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোজ তিওয়ারি (Manoj Tiwary) সেঞ্চুরি পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানও করে ফেললেন মনোজ তিওয়ারি।
মনোজ ও অনুষ্টুপ মজুমদারের জোড়া সেঞ্চুরি এবং করণ লাল ও সূরয সিন্ধু জয়সওয়ালের ব্যাটে ভর করে বাংলা প্রথম ইনিংসে করল ৪০৫ রান।
[আরও পড়ুন: কুয়াদ্রাতের যুদ্ধ জয়ের অপেক্ষায় ভাই জোয়ান, স্পেনে বসেই বুনছেন স্বপ্নের লাল-হলুদ জাল]
গতকাল একসময়ে দ্রুত চার উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল বাংলা (Bengal)। কিন্তু বাংলার দুই নির্ভরযোগ্য ব্যাট অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি রুখে দাঁড়ান। অনুষ্টুপ শুক্রবারই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এই দুই বহু যুদ্ধের সৈনিকের জন্যই প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৪ উইকেটে ২৪২ রান। ১২০ রানে অপরাজিত ছিলেন অনুষ্টুপ। মনোজ অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিন অবশ্য অনুষ্টুপ খুব বেশি রান জুড়তে পারেননি। এদিন ১২৫ রানে আউট হন অনুষ্টুপ। তিনি ফিরে গেলে বাংলাকে টানার কাজ করেন অধিনায়ক।
মনোজ সেঞ্চুরি হাঁকান। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পরেই আউট হয়ে যান বাংলার অধিনায়ক। তাঁর আগে বাংলা থেকে তিন জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন। পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে মনোজ তিওয়ারি চতুর্থ ব্যক্তি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের সদস্য হলেন। মনোজ যখন ফিরে যান তখন বাংলার রান ছিল ৭ উইকেটে ৩০৭। তার পরেও বাংলা যে চারশো রানের গণ্ডি অতিক্রম করল তার পিছনে রয়েছে করণ লাল ও সূরয সিন্ধু জয়সওয়ালের অবদান। দুজনেই ৫২ রান করেন। আর তার ফলে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৪০৫ রানে।