shono
Advertisement
Manoranjan Byapari

'বাংলায় বাংলা বললে হুমকির মুখে', আক্ষেপ মনোরঞ্জন ব্যাপারীর গলায়

আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী।
Published By: Tiyasha SarkarPosted: 06:47 PM Nov 28, 2024Updated: 06:47 PM Nov 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার বিভিন্ন ইস্যুতে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। এবার বাংলা ভাষা নিয়ে মুখ খুললেন তিনি। আক্ষেপের সুরে সোশাল মিডিয়ায় লিখলেন, 'বাংলায় বাংলা বললে হুমকির মুখে'। এবিষয়ে বিধানসভাতেও সরব হয়েছেন তিনি।

Advertisement

বিষয়টা ঠিক কী? সম্প্রতি মেট্রোয় দুইযাত্রীর অশান্তিতে উঠে এসেছিল বাংলা ভাষা প্রসঙ্গ। কলকাতা মেট্রোয় এক যাত্রী হিন্দিতে কথা বলতে না চাওয়ায় তাঁকে বলা হয়েছিল, "আপনি বাংলাদেশে নেই, ভারতে আছেন। হিন্দিতে কথা বলতে হবে।" অন্যজন পালটাও দিয়েছিলেন। সাফ বলেছিলেন, এটা পশ্চিমবঙ্গ। বাংলা তাঁর মাতৃভাষা। বাংলায় দাঁড়িয়ে বাংলাকে অপমান করা যায় না। এই ঘটনাটি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। এবার সেই মাতৃভাষা ইস্যুতেই ফেসবুকে সরব হলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

কী লিখেছেন তিনি? বিধায়ক লেখেন, 'আমি বাঙালি, গর্বিত বাঙালি । বাংলা আমার মাতৃভাষা। যে ভাষায় লিখে বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন। আজকে সেই বাংলায় আমাকে আমাদেরকে বাংলায় কথা বলার জন্য বহিরাগতের হুমকি আর ধমকির সামনে পড়তে হচ্ছে। আজ বিধানসভায় সেই ভাষার পক্ষে খানিকক্ষণ চিৎকার করলাম। বাংলা ভাষা ঋণ যতটা পারি শোধ করার চেষ্টা করলাম। জয় বাংলা।' কলকাতা মেট্রোর ঘটনার জেরেই কি এই পোস্ট? নাকি নেপথ্যে অন্য ঘটনা? জানা গিয়েছে, মনোরঞ্জন ব্যাপারী নিজেও এধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। সব মিলিয়েই এই প্রতিবাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একাধিক বার বিভিন্ন ইস্যুতে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। এবার বাংলা ভাষা নিয়ে মুখ খুললেন তিনি।
  • আক্ষেপের সুরে সোশাল মিডিয়ায় লিখলেন, 'বাংলায় বাংলা বললে হুমকির মুখে'।
  • এবিষয়ে বিধানসভাতেও সরব হয়েছেন তিনি।
Advertisement