shono
Advertisement

মহিলা কামরার সিঁড়িতে আটকে পুরুষের কাটা মুন্ডু! চাঞ্চল্য নাগপুর স্টেশনে

তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ The post মহিলা কামরার সিঁড়িতে আটকে পুরুষের কাটা মুন্ডু! চাঞ্চল্য নাগপুর স্টেশনে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:31 PM Feb 25, 2019Updated: 10:23 PM Feb 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময় শনিবার সকাল ৮টা বেজে ১৫ মিনিটেই স্টেশনে ঢুকেছিল সেকেন্দ্রাবাদ-নাগপুর এক্সপ্রেস৷ যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটিকে পরিষ্কার করতে যান সাফাই কর্মীরা৷ হঠাৎই মহিলা কামরার কাছ থেকে ভেসে আসে একটা চিৎকারের শব্দ৷ হন্তদন্ত হয়ে সেদিকে দৌঁড়ে যান অন্যান্যরা৷ সেখানে পৌঁছে যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ হয়ে যায় প্রত্যেকের৷ তাঁরা দেখেন, মহিলা কামরার সিঁড়িতে আটকে রয়েছে পুরুষের একটা আস্ত কাটা মুন্ডু৷ কার মুন্ডু এটি? কীভাবেই বা এল সেখানে? খোঁজ করতে গিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷

Advertisement

[‘কংগ্রেস প্রার্থী পাকিস্তানি হলেও ভোট দিন’, আবেদন জোট শরিকের ]

জানা গিয়েছে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই খবর৷ এবং ঘটনার খোঁজ পেয়ে অন্ধ্রপ্রদেশের কাজিপেত থেকে নাগপুর স্টেশনে পৌঁছায় রেল পুলিশ৷ তদন্ত করে তাঁরা জানান, শুক্রবার সকালে নাগপুরগামী সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে আত্মহত্যা করেছিলেন এই ব্যক্তি৷ কাজিপেত স্টেশনে ঘটে সেই আত্মহত্যার ঘটনা৷ ব্যক্তির দেহটি পাওয়া গেলেও, খোঁজ মেলেনি তাঁর মাথার৷ তাঁরা জানতে পারেন, নাগপুর স্টেশনে এক ব্যক্তির কাটা মুন্ডু উদ্ধার হয়েছে৷ তাই সেখানে যান তাঁরা৷ রেল পুলিশ আরও জানিয়েছে, লাইনে কাটা পড়ার পর, কোনও ভাবে ওই ব্যক্তির মুন্ডুটি ছিটকে যায়৷ এবং সেটি আটকে যায় মহিলা কামরার সিঁড়িতে৷ শনিবার সকালে নাগপুর স্টেশনে ট্রেনটি পৌঁছালে সেটি নজরে আসে সাফাই কর্মীদের৷

[পুলওয়ামার পর সবুজ সংকেত, শহরে অত্যাধুনিক ‘ধনুষ’-এর নল তৈরির কাজ শুরু]

এক প্রত্যক্ষদর্শী জানান, নিয়ম মেনে সেকেন্দ্রাবাদ-নাগপুর এক্সপ্রেস পরিষ্কার করতে গিয়েছিলেন তাঁরা৷ হঠাৎই মহিলা কামরার কাছে একটি আর্তনাদের আওয়াজ পান৷ গিয়ে দেখেন, তাঁদেরই এক কর্মী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে৷ তাঁর চোখ রয়েছে মহিলা কামরার দিকে৷ এরপর সেদিকে গিয়ে অবাক হয়ে যান অন্যান্যরাও৷ দেখেন ওই কামড়ার সিঁড়িতে আটকে রয়েছে পুরুষের আস্ত একটি মুন্ডু৷ এরপরই নাগপুর রেল পুলিশকে খবর দেন তাঁরা৷ সেখান থেকেই খবর পৌঁছায় অন্ধ্রপ্রেদেশের কাজিপেত স্টেশনে৷ রেল পুলিশ এসে ব্যক্তির মুন্ডুটিকে চিহ্নিত করে উদ্ধার করেন৷

The post মহিলা কামরার সিঁড়িতে আটকে পুরুষের কাটা মুন্ডু! চাঞ্চল্য নাগপুর স্টেশনে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement