shono
Advertisement

Breaking News

OMG! মদ্যপান না করেই নেশায় বুঁদ,‌ আজব রোগে আক্রান্ত এই ব্যক্তি

রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করতে তাঁকে সঙ্গে রাখতে হয় ব্রেথ অ্যানালাইজারও।
Posted: 10:34 PM Jan 13, 2021Updated: 10:34 PM Jan 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ মদ খেলে মাতাল বা নেশাগ্রস্ত হয়ে পড়াটা স্বাভাবিক। কিন্তু মদ্যপান না করে, তার বদলে খাবার খেলেই কেউ নেশাগ্রস্ত হয়ে পড়েন!‌ শরীরে বেড়ে যায় অ্যালকোহলের মাত্রা!‌ না এই ধরনের ঘটনা সচরাচর শোনা যায় না। তবে সম্প্রতি ইংল্যান্ডের (England) সাফোকের (‌Suffolk) লোয়েস্টফ্ট এলাকায় নিক নামে এমনই এক ব্যক্তির সন্ধান মিলেছে। যিনি সুরা পান না করেও নেশাগ্রস্ত হয়ে পড়েন। এখানেই শেষ নয়, প্রতিনিয়ত রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করতে তাঁকে সঙ্গে রাখতে হয় ব্রেথ অ্যানালাইজারও।

Advertisement

আসলে বিগত ২০ বছর ধরে এবিএস বা Auto-Brewery Syndrome ‌‌নামে একটি রোগে ভুগছেন নিক। এই রোগে আক্রান্ত কোনও ব্যক্তি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলেই, সেটি শরীরের ভিতরে গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। সেসময় প্রচুর পরিমাণে ইথানল উৎপন্ন হতে থাকে। যা ক্ষুদ্রান্ত্রে পৌঁছলেই সর্বনাশ!‌ মূহূর্তে আক্রান্ত ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা বেড়ে যায়। একটি রাসায়নিক কারখানায় কাজ করার কারণে নিকের শরীরে বাসা বাঁধে এই রোগ। যদিও তিনি প্রথমে এ ব্যাপারে কিছুই জানতেন না। এমনকী একদিন কাজের সময় অজ্ঞানও হয়ে যান।

[আরও পড়ুন: বরফঢাকা শ্রীনগরে ঘোড়ায় সওয়ার আমাজনের ডেলিভারি বয়, ভিডিওয় মুগ্ধ নেটিজেনরা]

পরবর্তীতে একটি অনুষ্ঠান থেকেই এই রোগের কথা জানতে পারেন নিক এবং তাঁর স্ত্রী। তারপরই রোগটি সম্পর্কে আরও পড়াশোনা করেন তিনি। জানা গিয়েছে, কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে পারবেন না বলে, বর্তমানে সুস্থ থাকতে কিটো ডায়েট মেনে চলেন ৬২ বছর বয়সি নিক।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিক জানান, ‌কার্বোহাইড্রেট যুক্ত কোনও খাবার খেলেই তাঁর শরীরে অ্যালকোহলের মাত্রা বেড়ে যায়। সেজন্য সবসময় সঙ্গে ব্রেথ অ্যানালাইজারও সঙ্গে রাখেন তিনি। তবে এটাও জানান, এই রোগ সম্পর্কে পড়াশোনা করার ফলে তিনি বেশ ভালভাবেই এর মোকাবিলা করতে পেরেছেন। তাই তিনি সাধারণ মানু্ষের মধ্যেও এই এবিএস রোগের ব্যাপারে সচেতনতা বাড়াতে চান।‌ 

[আরও পড়ুন: ট্রাম্পের রোলস রয়েস কিনতে দর হাঁকাবেন কেরলের ববি! কত টাকায় বিকোতে পারে জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার