shono
Advertisement

Breaking News

Malaysia

মালয়েশিয়ায় বন্ধ হয়ে গেল 'অবৈধ' শ্রমিক বাজার! গ্রেপ্তার বাংলাদেশি-সহ ৬৪৬

মালয়েশিয়ায় দেখা দিয়েছে কর্মী সংকট।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:39 PM May 31, 2024Updated: 12:10 PM Jun 01, 2024

সুকুমার সরকার, ঢাকা: মালয়েশিয়ায় (Malaysia) বন্ধ হয়ে গেল 'অবৈধ' পরিযায়ী শ্রমিকদের বাজার! শুধু তাই নয়, চলছে অবৈধ শ্রমিকদের ধড়পাকড়ও। মালয়েশিয়ায় অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে।

Advertisement

জানা গিয়েছে, আগামীকাল ১ জুন থেকে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এর আগেও অবৈধ পরিযায়ী শ্রমিক বিরোধী অভিযানে ২০৫ বাংলাদেশি-সহ ৫৬১ জনকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। ওই বাংলাদেশিদের মধ্যে ৮৭ জন নারীও ছিল। স্থানীয় নাগরিকদের অভিযোগে তল্লাশি চালায় পুত্রজায়া, কুয়ালালামপুর, সেলাঙ্গড়, নেগারি সিম্বিলান, মালাকা ও পেরাকের মতো জায়গার অভিবাসন বিভাগ।। এর ফলে মালয়েশিয়ায় দেখা দিয়েছে কর্মী সংকট। ফলে এই ঘাটতি মেটাতে বৈধ পরিযায়ী শ্রমিক আনতে জোর দিয়েছে দেশটির নিয়োগ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সংবাদ সংস্থা সিএনএর এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়।

[আরও পড়ুন: রেমালের তাণ্ডবে ভেঙেছে ২ লাখ বাড়ি! ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে সাহায্যের আশ্বাস হাসিনার

এদিকে, হাতে অল্প সময় থাকায় জরুরিভিত্তিতে ফ্লাইটের ব্যবস্থা করে কর্মী পাঠানো হচ্ছে মালয়েশিয়া। আবার গ্রেপ্তারি এড়াতে অবৈধ পরিযায়ী শ্রমিকরা নিজেরাই যে যার দেশে ফিরে যাচ্ছেন। এতে বেশ চাপ পড়েছে কুয়ালালামপুর বিমানবন্দরে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মী পৌঁছেছেন, যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি। তারা বিমানবন্দরের ফ্লোরেই রাত কাটাচ্ছেন। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের। নিজেদের কর্মী শনাক্ত করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে শ্রমিকদের। 

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ছিল দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। অবৈধ শ্রমবাজার বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রবাসীরা বলছেন, সিন্ডিকেট চক্রের অনিয়ম দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে ৩১ মের পর থেকে 'জনশক্তি' রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে। দালালদের হাত বদল হয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় করে কর্মীরা দেশটিতে যাচ্ছে। এই প্রবেশের সময় বৃদ্ধি না হলে প্রায় ২০ হাজার থেকে ৩০ হাজার কর্মী মালয়েশিয়ায় গিয়ে অনিশ্চয়তার মুখে পড়বে।

[আরও পড়ুন: ‘ওয়াটার থিওরি’তে বাংলাদেশের সাংসদের হত্যাকাণ্ড! ঢাকা ফিরে জানালেন গোয়েন্দা প্রধান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামীকাল ১ জুন থেকে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।
  • এর আগেও অবৈধ পরিযায়ী শ্রমিক বিরোধী অভিযানে ২০৫ বাংলাদেশি-সহ ৫৬১ জনকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।
  • মালয়েশিয়ায় দেখা দিয়েছে কর্মী সংকট। ফলে এই ঘাটতি মেটাতে বৈধ পরিযায়ী শ্রমিক আনতে জোর দিয়েছে দেশটির নিয়োগ কর্তৃপক্ষ।
Advertisement