shono
Advertisement

Breaking News

অর্জুন গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন মণীশ শুক্লা ঘনিষ্ঠ নেতা-সহ বহু

লাগাতার দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
Posted: 04:22 PM Sep 12, 2021Updated: 06:12 PM Sep 12, 2021

অর্ণব দাস, বারাকপুর: ফের ভাঙন বিজেপি শিবিরে। এবার তৃণমূলে (TMC) যোগ দিলেন টিটাগড়ের মৃত বিজেপি নেতা মণীশ শুক্লার (Manish Shukla) ঘনিষ্ঠ এক নেতা-সহ প্রায় ২০০০ জন। দলের শক্তি বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশি ঘাসফুল শিবির। তবে দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titagarh) একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-সহ অন্যান্যরা। সেখানেই তৃণমূলে যোগ দেন বহু বিজেপি কর্মী। তৃণমূলের দাবি, এদিন প্রায় ২০০০ জন তাঁদের দলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যেই ছিলেন রাজু সাউ। ওই ব্যক্তি মৃত বিজেপি নেতা মণীশ শুক্লার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

[আরও পড়ুন: চিকিৎসার ‘গাফিলতি’তে প্রসূতির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, বোলপুর মহকুমা হাসপাতালে ধুন্ধুমার]

চলতি বছরের বিধানসভা নির্বাচনে বারাকপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। রাজু সাউ ছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। তিনিই এবার ছাড়লেন দল। বিজেপির অন্দরমহলে এই দলত্যাগের যথেষ্ট প্রভাব পড়বে বলেই দাবি ওয়াকিবহল মহলের।

এই দলত্যাগ প্রসঙ্গে চন্দ্রমণি শুক্লা বলেন, “এখন যা পরিস্থিতি, যেভাবে অত্যাচার হচ্ছে, তাতে মানুষ ভয় পাচ্ছেন। আগে প্রাণে বাঁচব তারপর তো দল করব। সকলেই বাঁচতে চাইছেন বলে তৃণমূলে যাচ্ছেন।” চন্দ্রমণি শুক্লার কথায়, “এই দলত্যাগের বিশেষ প্রভাব পড়বে না। বিজেপি কর্মীরা যদি তৃণমূলে গিয়ে সুস্থভাবে বাঁচতে পারেন তাতে কোনও সমস্যা নেই।” দলত্যাগীদের কথায় তাঁরা উন্নয়নের শরিক হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গতবছর অক্টোবর মাসের শুরুতে এক রবিবার ভরসন্ধেয় টিটাগড়ে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরা গুলি চালায় তরুণ তথা টিটাগড় পুরসভার বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লাকে লক্ষ্য করে। গুলিতে ঝাঁজরা হয়ে যান তিনি। সেই ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

[আরও পড়ুন: ২১ বছর হয়নি ভোটাভুটি, দার্জিলিংয়ে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে সরব সব দলই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার