shono
Advertisement

সাতসকালে ভাঙড়ে মিলল বস্তা ভর্তি বোমা, একে অন্যের কোর্টে বল ঠেলছে তৃণমূল-আইএসএফ

তদন্ত শুরু করেছে আইএসএফ।
Posted: 12:50 PM Nov 17, 2023Updated: 04:35 PM Nov 17, 2023

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড় রয়েছে ভাঙড়েই। শুক্রবার সাতসকালে পানাপুকুর এলাকায় মিলল বস্তা ভর্তি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি ঘটনার নেপথ্যে আইএসএফ। এদিকে আইএসএফের দাবি ঘটনার নেপথ্যে তৃণমূল।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে ভাঙড়ের পানাপুকুর এলাকায় একটি বস্তা পড়ে থাকেন দেখেন স্থানীয়রা। খুলতেই দেখা যায় বস্তার মধ্যে একটি ড্রাম। আর তাতে ভরে রাখা তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। উদ্ধার করে বোমা। এ বিষয়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের দাবি, ঘটনার নেপথ্যে আইএসএফ। ওই দলের কর্মীরাই বোমা মজুত করে রেখেছে। লোকসভা ভোটকে লক্ষ্য করেই নাকি বোমা মজুত করছিল আইএসএফস, এমনটাই দাবি তাঁর।

[আরও পড়ুন: বড় সাফল্য, একমাসে সবচেয়ে বেশি সেরিব্রাল স্ট্রোক রোগীর প্রাণ বাঁচিয়ে নজির বারুইপুর হাসপাতালের]

এদিকে আরাবুলের দাবি উড়িয়ে দিয়েছে আইএসএফ। তাঁদের পালটা দাবি, ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। এক আইএসএফ নেতার কথায়, “হিংসার রাজনীতি এসএফআই করে না। এর সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই।” পাশাপাশি অভিযুক্তদের শনাক্তকরণ ও তাঁদের শাস্তির দাবিও জানানো হয়েছে। সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

[আরও পড়ুন: জয়নগরের পর আমডাঙা, বোমা হামলায় মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার