সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাবে ক্লাবে নৈশ পার্টি। পরপর আসন জুড়ে ঠাসাঠাসি মানুষের ভিড় সিনেমা হলে। রাস্তায় রাস্তায় মাস্কহীন মানুষের ভিড়। বছর দুয়েকের একটু বেশি আগেই এমন একটা সময় কাটাত গোটা বিশ্ব। আর কি ফিরবে সেই সময়? যখন কোভিড (COVID-19) নিষেধাজ্ঞার চোখরাঙানি আর থাকবে না? ইতিমধ্যেই কিন্তু ধাপে ধাপে আবারও তেমন এক পৃথিবীর ছবি ফিরতে শুরু করেছে। বিশেষত ইউরোপ ও উত্তর আমেরিকার বহু দেশই ধাপে ধাপে কোভিড নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে। কেননা বহু দেশই মনে করছে, ওমিক্রন (Omicron) তার শীর্ষ অবস্থান অতিক্রম করে গিয়েছে সেখানে।
সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, বহু দেশেই কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। সেই কারণেই নিষেধাজ্ঞা শিথিল করা শুরু হয়েছে। অথচ গত ১০ সপ্তাহে সারা বিশ্বের ৯ কোটি মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। যা অতিমারী শুরু বছর অর্থাৎ ২০২০ সালকে অনেক পিছনে ফেলে দিয়েছে। তাহলে কী করে এত সাহসী হচ্ছে দেশগুলি? আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, কোনও দেশ চাইলে কোভিডবিধিতে শিথিলতা আনতেই পারে, যদি সেই সব দেশে অনাক্রম্যতার হার বেশি থাকে এবং তাদের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী হয়।
[আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা পরিসংখ্যান, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা]
এরপর থেকেই বহু দেশ ধীরে ধীরে পরিস্থিতি বুঝে নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে। ইউরোপের বহু দেশ এবং দক্ষিণ আফ্রিকা, যেখানে ওমিক্রনের প্রাদুর্ভাব প্রথম ঘোষিত হয়েছিল সেখানে দ্রুতগতিতে নামতে শুরু করেছে কোভিড গ্রাফ। একই ছবি আমেরিকাতেও। ফলে সেখানে ধীরে ধীরে কড়াকড়ি কমতে শুরু করেছে।
এই অবস্থায় আশা জাগাচ্ছে ভারতের সংক্রমণের রেখাচিত্রও। গত কয়েকদিন ধরেই ক্রমশ কমেছে সংক্রমণের হার। যদিও বৃহস্পতিবার জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় উলটো ছবি দেখা গিয়েছে। সংক্রমণের হারের সঙ্গে লাফিয়ে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। তবুও এই ছবিকে সাময়িক ধরে নিয়ে, ধীরে ধীরে ওমিক্রনের ফাঁস থেকে মুক্তির স্বপ্ন দেখছে ভারতও।