সুব্রত বিশ্বাস: দমদমে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন। শিয়ালদহ বনগাঁ, শিয়ালদহ বসিরহাট ও শিয়ালদহ মেইন শাখায় বাতিল বহু লোকাল। যার জেরে প্রবল ভোগান্তির আশঙ্কায় আমজনতা। রেল সূত্রে খবর, একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। জেনে নিন দুদিনে বাতিল কোন শাখার কটি ট্রেন।
২ তারিখ বাতিল থাকবে
শিয়ালদহ-রানাঘাট- ২ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-হাবড়া- ১২ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-হাসনাবাদ- ৫ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-ডানকুনি- ২৬ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-মধ্যমগ্রাম-২ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-দমদম ক্যান্ট- ২ (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-বারাসত- ৬ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-গোবরডাঙা- ৬টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-দত্তপুকুর- ১৭ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-বারাকপুর- ৩১ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-নৈহাটি- ৪২টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-বর্ধমান-২ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-কাটোয়া-২ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-বজবজ- ৩টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-ঠাকুরনগর- ২ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-বনগাঁ- ২ টি (আপ-ডাউন মিলিয়ে)
বারাসত-হাসনাবাদ- ১ টি (আপ)
দমদম-বারাকপুর-১ টি (আপ)
হাসনাবাদ-দমদম-১ টি (ডাউন)
[আরও পড়ুন: সংসারে আসছে নতুন সদস্য, তারিখ জানালেন দীপিকা-রণবীর]
৩ তারিখ বাতিল থাকবে
শিয়ালদহ-রানাঘাট- ৬ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-হাবড়া- ৮ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-হাসনাবাদ- ৪ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-ডানকুনি-২৪ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-গোবরডাঙা- ৬ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-দত্তপুকুর- ১৩ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-বারাকপুর -২০ টি (আপ-ডাউন মিলিয়ে)
শিয়ালদহ-নৈহাটি- ৩০ টি (আপ-ডাউন মিলিয়ে)
এছাড়াও বাতিল বেশ কয়েকটি এক্সপ্রেস ও মেমু প্যাসেঞ্জার। যার জেরে রাস্তায় বেরিয়ে প্রবল সমস্যায় পড়ার আশঙ্কায় আমজনতা।