সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ঝাড়খণ্ডে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা (Maoist)। যার জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। বহু স্টেশনে আটকে ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ করা হচ্ছে বলে খবর।
জানা গিয়েছে, মাওবাদীদের নজর ছিল আজাদ হিন্দ এক্সপ্রেসে। সেই কারণেই ঝাড়খণ্ডের চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের লোটাপাহাড় ও সোনুয়া স্টেশনের মাঝে রেল লাইনে ল্যান্ডমাইন বিছিয়ে রাখা হয়। রাত ২ টো নাগাদ বিস্ফোরণে উড়ে যায় রেল লাইনের কিছুটা অংশ। খবর পাওয়া মাত্রই চক্রধরপুর ডিভিশনে আটকে দেওয়া হয় সমস্ত ট্রেন। ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের আধিকারিক ও আরপিএফরা। তারপরই শুরু হয় কাজ।
[আরও পড়ুন: ফের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাটপাড়া, বোমাবাজিতে মৃত্যু কলেজ ছাত্রের]
সূত্রের খবর, গতকাল রাতে একটি মালগাড়ির চালক প্রথমে বিস্ফোরণের শব্দ পান। তিনিই খবর দেন হেডকোয়ার্টারে। সেই কারণে স্টেশনেই আটকে দেওয়া হয় আজাদ হিন্দ এক্সপ্রেস। ফলে সফল হতে পারেনি মাওবাদীরা। রেলের তরফে জানানো হয়েছে, অতি শীঘ্রই রেল পরিষেবা স্বাভাবিক হবে।