সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে ফের মাওবাদী হামলা। এবার মাওয়ের দাপটে বিপর্যস্ত রেল পরিষেবা। ঝাড়খণ্ডের ধানবাদ শাখার করমাবাদ হল্ট স্টেশনের কাছে রেললাইন উড়িয়ে দেয় মাওবাদীরা। তারপরই জমুইয়ে লক্ষ্মীপুরের কাছে আনন্দপুর গ্রামে মোবাইল টাওয়ার উড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, ডুমরি-গিরিডি রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয় তারা। সবমিলিয়ে তীব্র আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে রাজ্য জুড়ে। ব্যাহত হয়ে পড়েছে হাওড়া-দিল্লি মেন লাইনের ট্রেন চলাচল।
[কেরলে ‘বিফ ফেস্ট’ প্রসঙ্গে সেক্যুলাররা চুপ কেন, প্রশ্ন আদিত্যনাথের]
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ করমাবাদ হল্ট স্টেশনের কাছে ডাউন লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস ওই রুট দিয়ে বেরিয়ে যাওয়ার পরই ঘটে বিস্ফোরণ। রাঁচি-পটনা রুটেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দিল্লি-হাওড়া ডাউন লাইনে সোমবার সকালেও দাঁড়িয়ে একাধিক ট্রেন। কোডারমা স্টেশনে দাঁড়িয়ে ডাউন যোধপুর এক্সপ্রেস। রফিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ডাউন আনন্দবিহার বাই-উইকলি। হাজারিবাগ স্টেশনে দাঁড়িয়ে ডাউন কালকা মেল। গুজহান্ডি স্টেশনে দাঁড়িয়ে ডাউন শিপ্রা এক্সপ্রেস। তবে ঝাড়খণ্ড রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রেল লাইন সারাইয়ের কাজ চলছে। দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। আপ লাইনে চলাচল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই গয়াতে দাঁড়িয়ে থাকা রাজধানী এক্সপ্রেস ছেড়েছে। অনুগ্রহ নারাণপুর রোড থেকে ছেড়ে আসছে মুম্বই মেলও।
[ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা]
সোমবার ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা। আর তার আগে রেল লাইনে বিস্ফোরণের ঘটনায় তীব্র হেনস্তা হতে হল রেলযাত্রীদের। নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরি করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাঁদের।
The post ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, বিপর্যস্ত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.