shono
Advertisement

ফের বাবা হতে চলেছেন জুকারবার্গ

নিজের ফেসবুক পেজে জানালেন সেকথা The post ফের বাবা হতে চলেছেন জুকারবার্গ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:44 PM Mar 10, 2017Updated: 02:14 PM Mar 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হতে চলেছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজেই একথা ঘোষণা করেছেন জুকারবার্গ।

Advertisement

কেন হত্যা করা হল বাবাকে, দেশের কাছে প্রশ্ন এই কিশোরীর

পোস্টটিতে নিজের এবং প্রিসিলিয়ার ছোটবেলার বেশ কয়েকটি ছবি শেয়ার করে জুকারবার্গ লিখেছেন, ‘প্রিসিলিয়া এবং আমি আবারও মা-বাবা হতে চলেছি। যখন ম্যাক্স জন্ম নিয়েছিল, তখন আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমরা আরও একটি সন্তানের জন্ম দিতে পারব কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না। তবে যখন জানতে পারি প্রিসিলিয়া আবারও গর্ভবর্তী তখন ভেবেছিলাম সন্তান যেন সুস্থ থাকে। পরে চেয়েছিলাম আমাদের যেন মেয়ে হয়। একজন বোন থাকলে জীবন অনেক ভাল হয়। আমার দুই সন্তানই একে-অপরকে বোন হিসেবে পাবে, এতে আমি গর্বিত। আমরা ওর জন্য অপেক্ষা করে আছি এবং ওকে একজন অসাধারণ নারী হিসেবে বড় করে তোলার চেষ্টা করব।’

বর্তমানে ম্যাক্সের বয়স মাত্র ১৫ মাস। তবে ম্যাক্সের জন্মের আগে তিনবার গর্ভপাত হয়েছিল প্রিসিলিয়ার। জুকারবার্গ পরিবার আশাবাদী এবার তাঁদের সন্তান সুস্থভাবেই পৃথিবীর আলো দেখবে।

ফের বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে

The post ফের বাবা হতে চলেছেন জুকারবার্গ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement