সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ছবিকে 'সেন্সর' করে বিতর্কের মুখে পড়েছিল ফেসবুক। এবার ট্রাম্প দাবি করলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ ফোন করে ক্ষমা চেয়েছেন তাঁর কাছে। কেবল ওই সময়ই নয়, সম্প্রতি বহুবারই নাকি তাঁদের ফোনে কথা হয়েছে। সেই সঙ্গে ট্রাম্পের দাবি, জুকারবার্গ ডেমোক্র্যাটদের কখনওই সমর্থন করবেন না।
এক মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে বলতে শোনা যায়, ''মার্ক জুকারবার্গ আমাকে বেশ কয়েকবার ফোন করেছেন। আসলে উনি বুঝিয়ে দিয়ে চেয়েছেন কোনওভাবেই ডেমোক্র্যাটদের প্রতি তাঁর সমর্থন নেই। কেননা সেদিন আমি যা করেছি সেজন্য ওঁর আমার প্রতি সম্মান রয়েছে। উনি ক্ষমাও চেয়েছেন। বলেছেন, ভুল হয়ে গিয়েছে। এবং সেই ভুল ওঁরা সংশোধন করে নিয়েছেন। কিন্তু গুগল থেকে কেউ কোনও ফোন করেনি।''
তবে ট্রাম্প (Donald Trump) এমন কথা বললেও গত মাসে একেবারে অন্য কথা বলতে দেখা গিয়েছিল জুকারবার্গকে। জুলাইয়ের গোড়াতেই তিনি পরিষ্কার করে দেন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন (তখনও ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন বাইডেনই)- কাউকেই তিনি সমর্থন করবেন না। কোনও ভাবেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জড়িত হবেন না। তাঁর এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছিল। কেননা ইতিমধ্যেই ট্রাম্পের প্রতি তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন মার্ক অ্যান্ডারসন, এলন মাস্কের মতো মার্কিন ধনকুবেররা।
যদিও ট্রাম্পের উপরে হামলার পরে তিনি যেভাবে অকুতোভয় ভঙ্গিতে হাত মুঠো করে ''ফাইট, ফাইট, ফাইট'' বলে চিৎকার করেছিলেন সেই ভঙ্গির প্রশংসা করেছিলেন জুকারবার্গ। জানিয়েছিলেন, ট্রাম্পের ভোটপ্রচারে সদর্থক ভূমিকা পালন করবে এই ঘটনা। এবার ট্রাম্পের দাবির পর তাঁর প্রতি জুকারবার্গের সমর্থনের দিকটি আরও জোরালো হল। এখন দেখার, মেটার সিইও নিজে কিছু বলেন কিনা।