shono
Advertisement

রবিবার এক সরলরেখায় দেখা যাবে মঙ্গল-পৃথিবী-সূর্যকে

রবিবারের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে কোনও বিশেষ চশমার প্রয়োজন হবে না৷ চোখ মেলে আকাশের দিকে তাকালে পূর্ণিমার আলোয় স্পষ্ট ছবিটা ধরা পড়বে৷ The post রবিবার এক সরলরেখায় দেখা যাবে মঙ্গল-পৃথিবী-সূর্যকে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:46 PM May 20, 2016Updated: 05:46 PM May 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরজগতের কাণ্ডকারখানা চলতি মাসের ‘হট টপিক’ হয়ে উঠেছে! গত সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পৃথিবীর গায়ের বুধের বিন্দু৷ এবার নজর কাড়তে চলেছে মঙ্গল৷ আগামী রবিবারই এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী৷ মঙ্গল, পৃথিবী ও সূর্যকে আকাশে এক সরলরেখায় দেখতে পাওয়া যাবে৷
প্রতি দু’বছর অন্তর আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যায়৷ এর পোশাকি নাম ‘মার্স অপোজিশন৷’ পৃথিবীর দুই বিপরীতে সমান্তরালভাবে মঙ্গল ও সূর্য অবস্থান করে বলেই এমন নামকরণ হয়েছে৷ এই মুহূর্তে পৃথিবী থেকে ৪ কোটি ৮০ লক্ষ মাইল দূরে রয়েছে মঙ্গল গ্রহ৷ ৩০ মে সেই দূরত্ব কমে হবে ৪ কোটি ৬৮ লক্ষ মাইল৷ গত সাড়ে দশ বছরে দুই গ্রহ একে অপরের এত কাছাকাছি হয়নি৷ ২০১৮ সালে নাকি এই দূরত্ব আরও কমবে৷ পৃথিবীর থেকে তিন কোটি ৬০ লক্ষ মাইল দূরেই থাকবে মঙ্গল৷ ২০০৩-এ অবশ্য যে রেকর্ড তৈরি হয়েছিল ২২৮৭ সালের আগে তার পূনরাবৃত্তি ঘটবে না বলে জানিয়েছে নাসা৷ সেবছর পৃথিবী ও মঙ্গলের মধ্যে দূরন্ত ছিল ৩ কোটি ৪৬ লক্ষ মাইল৷
রবিবারের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে কোনও বিশেষ চশমার প্রয়োজন হবে না৷ চোখ মেলে আকাশের দিকে তাকালে পূর্ণিমার আলোয় স্পষ্ট ছবিটা ধরা পড়বে৷ চলতি মাসের ৯ তারিখ সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে বুধ অতিক্রম করেছিল৷ পৃথিবী পৃষ্ঠে কালো ফুটোর মতো দেখিয়েছিল তাকে৷ ১০০ বছরে ১৩ বার এমন ঘটনা ঘটে৷

Advertisement

The post রবিবার এক সরলরেখায় দেখা যাবে মঙ্গল-পৃথিবী-সূর্যকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement