সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি নেতা মৌলানা মাসুদ আজহারের মৃত্যু ঘিরে নানারকমের জল্পনা ছড়িয়েছিল। কেউ বলছিলেন, ভারতের এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে জইশ প্রধানের। আবার কেউ বলছিলেন, কিডনির সমস্যায় মারা গিয়েছে মাসুদ। নিজের মৃত্যু ঘিরে যাবতীয় জল্পনার অবসান ঘটাতে এবার আসরে নামল খোদ মাসুদ। জেহাদি নেতা একটি অডিও বার্তা প্রকাশ করে নিজের মৃত্যু নিয়ে যাবতীয় জল্পনায় ইতি টানল। সেই সঙ্গে ভারতের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়ায় পাকিস্তান সরকারকেও তোপ দাগল জইশ প্রধান। মাসুদের দাবি, ভারতের জটিল কূটনীতি বুঝতে পারছে না পাকিস্তান। এতে আদপে পাকিস্তানের ক্ষতি। ভারত তাদের সবদিক থেকেই কোণঠাসা করতে চাইছে।
[ভারতে হামলা চালাতে জইশকে ব্যবহার করে আইএসআই, চাঞ্চল্যকর অভিযোগ মুশারফের]
ইতিমধ্যেই পাক সেনার মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানকে তোপ না দেগে সন্ত্রাস দমনে ভারতের উচিত তাদের সাহায্য করা। পাকিস্তান জঙ্গি দমনে কড়া ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের মাটিতে জইশের অস্তিত্ব নেই বলে দাবি করেন সেদেশে বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। কিন্তু, তারপরই নিজের ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও প্রকাশ করে মৌলানা মাসুদ আজহার। পুলওয়ামা হামলা থেকে শুরু করে ভারত-পাক সম্পর্ক, ভারতের এয়ারস্ট্রাইক সব বিষয়েই মুখ খোলে জঙ্গি নেতা।
[পিছু ছাড়ছে না খাশোগ্গির ভূত, রাজার সঙ্গে বাড়ছে যুবরাজের বিবাদ]
মাসুদ আজহারের বক্তৃতার শুরুতেই দাবি করা হয়, তাঁর যে মৃত্যুর খবর বাজারে ছড়িয়েছে তা ভুয়ো। এরপরই পাকিস্তানের উদারপন্থীদের তোপ দাগে মাসুদ। তাঁর বক্তব্য, “উদারপন্থী মুসলিমদের মতো লোক ইসলামের জন্য ক্ষতিকারক।” পাক সরকারের বিরুদ্ধে আজহারের তোপ, “আল্লাহকে ভয় করুন।উদারপন্থীদের কথা শুনে মাদ্রাসা, মসজিদ ভাঙবেন না। শুধু আন্তর্জাতিক মহলকে নয়, আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনাকে আন্তর্জাতিক মহল থেকে বাঁচিয়ে নেবে, আন্তর্জাতিক মহল আপনাদের তাঁর রোষ থেকে বাঁচাতে পারবে না।” এরপর পাকিস্তানের বিদেশমন্ত্রীকেও তোপ দাগে মাসুদ। ভারতের বিরুদ্ধে শান্তিপ্রক্রিয়া চালুর পরবর্তী পদক্ষেপ হিসেবে, পাক রাষ্ট্রদূতকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী। শাহ মহম্মদ কুরেশিকে তোপ দেগে মাসুদ বলে, “পাকিস্তানের নেতারা বুঝতে পারছে না ভারতের রাজনীতি। ভারত পাকিস্তানকে সবরকমভাবে কোণঠাসা করার চেষ্টা করছে।”
The post ‘আল্লাহকে ভয় করো’, মৃত্যুর জল্পনা উড়িয়ে অডিও বার্তায় তোপ মাসুদের appeared first on Sangbad Pratidin.