shono
Advertisement

বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় মোমের আলোয় লেখাপড়া, আগুন লেগে পুড়ে ছাই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বইখাতা

দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা।
Posted: 08:54 PM Feb 25, 2024Updated: 08:54 PM Feb 25, 2024

সুমন করাতি, হুগলি: বিল না মেটানোয় বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। মোমবাতির আলোতেই লেখাপড়া করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কোয়েল। আচমকা মোমের আগুনে পুড়ে ছাই বই খাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) পাণ্ডুয়ার গজিনাদাসপুর এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, হুগলির (Hooghly) পাণ্ডুয়ার গজিনাদাসপুরের বাসিন্দা কৃষ্ণ মালিক। তাঁর মেয়ে কোয়েল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। আরেক মেয়ে মমতা আগামী বছর মাধ্যমিক দেবে। সূত্রের খবর, আর্থিক সমস্যার কারণে গতমাসে বিদ্যুতের বিল দিতে পারেননি কৃষ্ণ মালিক। যার জেরে কয়েকদিন আগে লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। এর পরই মোমবাতির আলোয় পড়াশোনা শুরু করে কোয়েল। মোমবাতি থেকেই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। আচমকাই মোমবাতি উলটে আগুন লেগে যায় ঘরে। পুড়ে ছাই হয়ে যায় কোয়েলের নোটস, পরিবারের সকলের আধার, ভোটার, ব্যাংকের বই সহ একাধিক নথি।

[আরও পড়ুন: বিধায়ক কাঞ্চনের বিয়েতে কড়া নিয়ম! ছবি তোলায় নিষেধাজ্ঞা, এত ‘রাখঢাক’ কেন? জানালেন শ্রীময়ী]

অগ্নিকাণ্ডের জেরে ঘরে থাকা টিভিও ফেটে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তড়িঘড়ি মালিক বাড়িতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে বাঁচানো যায়নি প্রয়োজনীয় নথি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই ছাত্রীর আরও দুটি পরীক্ষা বাকি। প্রতিবেশীদের সহযোগিতা ছাড়া উত্তীর্ণ হওয়া কার্যত অসম্ভব ছাত্রীর কাছে। দুশ্চিন্তায় ভেঙে পড়েন সে।

[আরও পড়ুন: শাড়ি-শাঁখা-ঝাঁটা হাতে অজিত মাইতিকে তাড়া মহিলাদের! পদ ছাড়তে চাইলেন সন্দেশখালির TMC নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement