ধনরাজ তামাং, দার্জিলিং: দার্জিলিংয়ের চা বাগানে ২ টি বাড়িতে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেল চা বাগান চত্বর। আগুন আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছেও বেশ বেগ পেতে হল দমকলের কর্মীদের। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই এদিন দুপুরে লিঙ্গিয়া চা বাগানে কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎই তাঁরা ধোঁয়া দেখতে পান। কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা বাগান চত্বর। দেখা যায় দাউদাউ করে জ্বলছে বাগানের দুটি বাড়ি। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এদিকে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। লেলিহান শিখা আয়ত্তে আনার কাজে হাত লাগান স্থানীয়রা।
[আরও পড়ুন: পরকীয়া জানাজানি হতেই চরমে দাম্পত্য কলহ! অবসাদে চরম সিদ্ধান্ত প্রেমিক যুগলের]
দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও জায়গার সমস্যার কারণে একটি মাত্র ইঞ্জিনই ঢুকতে পারে। ওই একটি ইঞ্জিন ও স্থানীয়দের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল কর্মীদের অনুমান, শটসার্কিট অথবা মন্দিরে জ্বালানো প্রদীপ থেকে ঘটেছে এই দুর্ঘটনা। এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।