সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) বাজারে ভয়াবহ আগুন। পুড়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। আহত হয়েছেন অন্তত চারজন। বেশ কয়েক জন নিখোঁজ বলেই খবর। প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।
জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডটি হয়েছে দিল্লির আলিপুর এলাকায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটি রঙের কারখানায় আগুন লাগার খবর মেলে। সঙ্গে সঙ্গে ছটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চলে। রাত নটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
[আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার, প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি]
কিন্তু ততক্ষণে পুড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আগুন নেভার পরে তাঁদের দগ্ধ দেহ উদ্ধার হয়। সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয় চারজনকে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে বেশ কয়েকজনের এখনও খোঁজ মেলেনি বলেই সূত্রের খবর। তাঁদের খোঁজার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মীও।
দিল্লির দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানান, রঙের কারখানায় বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় সেখানে। বেশ কিছু রাসায়নিক মজুত থাকার কারণেই আগুন লেগেছে। তার পর সেই আগুন ছড়িয়ে পড়েছে পাশের একটি বাড়ি ও একটি নেশামুক্তি কেন্দ্রে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রঙের কারখানার ১১ জন কর্মীই পুড়ে মারা গিয়েছেন। তবে ঝলসে যাওয়া দেহগুলো দেখে শনাক্ত করা অসম্ভব। কী করে আগুন লাগল তা জানতে আপাতত চলছে তদন্ত।