সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার সকালেই দুঃসংবাদ। দাউদাউ করে জ্বলছে হাওড়ার সাঁকরাইলের ভোজ্য তেলের গুদাম। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ ভোজ্য তেলের গুদাম থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের গ্রাসে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা গুদামে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ভোজ্য তেলের গুদামে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
[আরও পড়ুন: অবশেষে সম্মতি বোসের, পুজোর আগে ৭১ জন বন্দিকে মুক্তির সিদ্ধান্ত]
তবে কীভাবে ভোজ্য তেলের গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লাগল, তা জানা যায়নি। ভোজ্য তেলের গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
দেখুন ভিডিও: