shono
Advertisement

লক্ষ্মীপুজোর হাট চলাকালীন ধূপগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশিরভাগ সামগ্রী

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান।
Posted: 01:54 PM Oct 28, 2023Updated: 02:07 PM Oct 28, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: লক্ষ্মীপুজোর (Laxmi Puja) দুপুরে ডুয়ার্সের ধূপগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একাধিক দোকান। শনিবার বিকিকিনি চলাকালানী আচমকাই আগুন (Fire) লেগে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে দাউদাউ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। বেশিরভাগ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্ণীপুজোর বাজারে এমন ক্ষতি হওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।

Advertisement

শনিবার জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে ছিল সাপ্তাহিক হাট। পুজোর সামগ্রীর পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচায় ব্যস্ত ছিলেন ক্রেতা-বিক্রেতারা। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা আতঙ্ক ছড়ায় ধূপগুড়ি থানা রোড এলাকায়। ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে আসা মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

[আরও পড়ুন: জ্যোতিপ্রিয় ভর্তি থাকায় হাসপাতালে ঢুকতে চরম হয়রানি, বিক্ষোভ রোগীর পরিজনদের]

এত বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে ২০২০ সালের ১৮ ডিসেম্বর গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধূপগুড়ি কাপড়পট্টিতে। পুড়ে যায় শতাধিক দোকান। সেই ভয়াবহ স্মৃতিই যেন ফিরে এল লক্ষ্মীপূজার দিন।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: ভারতীয় সংস্থার বাজিমাত! এবার বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে TATA]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার