অর্ণব দাস, বারাসত: ভরসন্ধেয় গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছড়াল তীব্র আতঙ্ক। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধে ৬টা ৩৫ মিনিট নাগাদ বারাকপুর ২ ব্লকের বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের নিউ বারাকপুর থানার বোদাই নারকেল বেড়িয়া এলাকার এক গেঞ্জি কারখানার ভয়াবহ আগুন লাগে। কারখানা ছাপিয়ে আগুনের লেলিহান শিখা ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে।
[আরও পড়ুন: ভিডিও শুট করে ইউটিউবে আপলোডের টোপ! রিসর্টে ডেকে উঠতি মডেলকে ‘গণধর্ষণ’]
ঘটনাস্থলে নিউ বারাকপুর থানার পুলিশ এবং দমকল কর্মীরা পৌঁছেছেন। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুন যে গতিতে ছড়িয়ে পড়তে থাকে, তাতে পরে আরও পাঁচটি ইঞ্জিন পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। তার উপর শয়ে শয়ে মানুষ ভিড় জড়িয়েছেন ঘটনাস্থলে। ফলে ভিড় সামলে আগুন নেভানো রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আগুনের তীব্রতা যথেষ্ট প্রবল বলেই জানা গিয়েছে।
দমকলের তরফে খবর, আগুনের লেলিহান শিখায় কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে। সেখানে মজুত বহু সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। গেঞ্জি কারখানার ভিতরে বয়লার ব্লাস্ট করেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।