সঞ্জিত ঘোষ, কৃষ্ণনগর: মেয়ের বিয়ের আগের রাতে অঘটন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাবার প্লাস্টিক কারখানা। নদিয়ার শান্তিপুরের কৃষ্ণনগর রোডের পাওয়ার হাউস এলাকায় জোর চাঞ্চল্য। নিছক দুর্ঘটনা নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে অন্য কারণ, খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার ভোর তিনটে নাগাদ নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন শান্তিপুর কৃষ্ণনগর রোডের পাওয়ার হাউস এলাকায় গিরিশ রায়ের প্লাস্টিক কারখানায় প্রথম আগুন দেখা যায়। চিৎকার চেঁচামেচি শুরু করেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকলে। তবে প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল ঘটনাস্থলে পৌঁছনোর প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
[আরও পড়ুন: নগরোন্নয়ন দপ্তরে চাকরি দেওয়ার নামে জালিয়াতি! ৩৭ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার ২]
কারখানায় মজুত ছিল প্রায় হাজারখানেক প্লাস্টিকের দানার বস্তা। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি বলেই মনে করা হচ্ছে। কারখানায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে নাকি নিছক দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, দোকান মালিক গিরিশ রায়ের মেয়ের শুক্রবার বিয়ে। আনন্দানুষ্ঠানের মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় নিঃস্ব গোটা পরিবার। রুজিরোজগারে টান পড়ায় মাথায় হাত ব্যবসায়ীর। হতাশ পরিবারের প্রায় সকলেই।
দেখুন ভিডিও: