রাজ কুমার, আলিপুরদুয়ার: শীতের রাতে আচমকা অগ্নিকাণ্ড। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারে (Alipurduar)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দগ্ধ দেহ। কে ওই ব্যক্তি? আত্মঘাতী হয়েছেন তিনি, নাকি অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে, তা এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার শহরে ১ নম্বর অসম গেটে রেলওয়ে ফ্লাইওভারের নিচে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। স্থানীয়রা বিষয়টি দেখামাত্রই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়্ন্ত্রণে আনে আগুন। এরপরই ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দগ্ধ দেহ। তাঁর মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই ঘনীভূত হয়েছে রহস্য।
[আরও পড়ুন: WB Civic Polls: শিলিগুড়ি পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ, লড়ছেন গৌতম দেবও]
এই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? অনুমান করা হচ্ছে, শীতের থেকে বাঁচতে আগুন জ্বালানো হয়েছিল আলিপুরদুয়ারের উড়ালপুলের নিচে। ঘটনাচক্রে ওই আগুন বিরাট আকার নেওয়ায় তাতেই জীবন্ত পুড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। আবার আত্মহত্যার তত্বও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানায়নি দমকলের আধিকারিকরা। তা জানা গেলে মৃত্যুর কারণ খানিকটা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রহস্যের কিনারা করতে কথা বলা হতে পারে স্থানীয়বাসিন্দাদের সঙ্গেও।