shono
Advertisement

কম রেশন দেওয়ার অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদে, ডিলারের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। The post কম রেশন দেওয়ার অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদে, ডিলারের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 AM May 02, 2020Updated: 11:09 AM May 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম রেশন দিচ্ছেন ডিলার। এই অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদের সালারে। শনিবার সকালে রেশন ডিলারের বাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা। তাঁর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, যে পরিমাণ রেশন পাওয়ার কথা ছিল, তাঁরা তা পাচ্ছেন না। রেশন ডিলার কম রেশন দিয়ে চলেছেন। অভিযোগ করেও ফল পাননি। সেই কারণেই এদিন সকালে বিক্ষোভে শামিল হন তাঁরা। লকডাউনের নিয়ম ভেঙে রেশন ডিলারের বাড়ির সামনে জটলা করেন অনেকেই। তাঁর বাড়ি তাক করে ছোঁড়া হয় ইট। বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। এরপরই বাড়ির সামনে আগুন ধরিয়ে ক্ষোভ উগরে দিতে থাকেন তাঁরা। পরিবার-সহ অন্যত্র চলে গিয়ে প্রাণ বাঁচান ওই রেশন ডিলার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রথমে তাঁদের ঢুকতে বাধা দেওয়া হলেও আপাতত তাঁরা ভিড় সামলানোর চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে। এদিকে ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন বিডিও।

[আরও পড়ুন: এবার করোনা আক্রান্ত উত্তরবঙ্গে পাঠানো মেডিক্যাল টিমের চিকিৎসক]

খবর পৌঁছেছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কানেও। তাঁর দাবি, সিপিএম এবং কংগ্রেসের মদতেই এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, যতটা সম্ভব, ততটাই রেশন দেওয়া হচ্ছে। একদিনে বেশি পরিমাণ রেশন দেওয়া সম্ভব নয়। এধরনের ঘটনা ঘটলে রেশন দোকান বন্ধই রাখা হবে।

এদিকে অনেকটা একই ছবি মুর্শিদাবাদের লালগোলার। স্থানীয়দের অভিযোগ, খাবারের অযোগ্য চাল দিচ্ছেন রেশন ডিলার। ভাল চালের সঙ্গে খারাপ-পোকা ধরা চাল মিশিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। ফলে এদিন রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এলে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: RPF জওয়ানের চিকিৎসার জেরে হাসপাতালের সামনে ব্যারিকেড, পুলিশের ভূমিকায় বিরক্ত রেল]

The post কম রেশন দেওয়ার অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদে, ডিলারের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement