রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অনিশ্চয়তার মেঘ কাটছিল না কিছুতেই। ইডেনে আগামী ৬ ফেব্রুয়ারি আদৌ ম্যাচ আয়োজন করা যাবে কি না, সে নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। এবার জানা গেল, সত্যিই ৬ এপ্রিল, অর্থাৎ রামনবমীর দিন ইডেনে হচ্ছে না কেকেআর বনাম লখনউ দ্বৈরথ। তবে দর্শকদের জন্য সুখবর হল দিন বদলালেও ইডেনেই হবে ম্যাচ।

শুক্রবার বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল, ৬ তারিখের পরিবর্তে আগামী ৮ এপ্রিল ইডেনে মুখোমুখি হবেন রাহানে ও পন্থরা। বিকেল সাড়ে ৩টে-তেই শুরু ম্যাচ। তবে ইডেন থেকে যে গুয়াহাটিতে ম্যাচ সরছে না, এ খবরেই খুশি নাইটভক্তরা।
আগামী ৬ এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরতে চলেছে রামনবমী উপলক্ষে। তাছাড়া সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও দেখা গিয়েছে। এবারও তেমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাই সতর্ক কলকাতা পুলিশ। রামনবমীর দিন ইডেনে ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে সিএবিকে চিঠি দিয়েছিল পুলিশ। পরে সিএবির তরফেও জানানো হয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই দিন ম্যাচ সরানোর পথে এগোনো হচ্ছে। এরপরই প্রাথমিক ভাবে শোনা যায়, কলকাতা থেকে সরে ম্যাচ চলে যাবে গুয়াহাটি। তবে ইডেনেই যাতে ম্যাচ আয়োজন করা যায়, তার জন্য আসরে নেমেছিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। পরবর্তীতে জানা যায়, সিএবির তরফে বোর্ডকে অনুরোধ জানানো হয়েছিল, যাতে ৬ তারিখের পরিবর্তে অন্যদিন ম্যাচের দিনক্ষণ ঠিক করা সম্ভব হয়। সেই আবেদনেই মিলল সাড়া। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এদিন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ম্যাচের দিনবদলের কথা।
আইপিএলে সাধারণত সপ্তাহান্তে দিনে দু'টি করে ম্যাচ হয়। সাড়ে তিনটে এবং সাড়ে সাতটায় শুরু হয় খেলা। তবে রামনবমীর দিন ম্যাচ বাতিল হওয়ায় মঙ্গলবার হবে ডবল হেডার। অর্থাৎ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি সাড়ে সাতটাতেই হবে। আর ৮ এপ্রিল বেলা ৩.৩০ মিনিটে ইডেনে নামবে কেকেআর এবং লখনউ। আর ওইদিনই রাত সাড়ে সাতটায় মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও চেন্নাই।