shono
Advertisement

হোয়াটসঅ্যাপের সাহায্যে চলন্ত ট্রেনে মহিলার প্রসব করিয়ে নজির হবু ডাক্তারের

বেশ জটিল ছিল প্রসব প্রক্রিয়া৷ মাথার বদলে শিশুর কাঁধ মায়ের নিম্নাঙ্গ থেকে বাইরে বেরিয়ে ছিল৷ The post হোয়াটসঅ্যাপের সাহায্যে চলন্ত ট্রেনে মহিলার প্রসব করিয়ে নজির হবু ডাক্তারের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Apr 10, 2017Updated: 10:53 AM Apr 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও ডাক্তার হিসেবে শপথ গ্রহণ করা হয়নি৷ সবে তো ভর্তি হয়েছেন নাগপুরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ ডাক্তারির পাঠ শুরু হয়েছে মাত্র৷ কিন্তু এর মধ্যেই অনেককে মানবিকতার পাঠ শিখিয়ে দিলেন ২৪ বছরের বিপিন খাডসে৷ চলন্ত ট্রেনে মহিলার প্রসব করালেন হবুডাক্তার৷ তাও আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করে৷

Advertisement

[ঘনিষ্ঠতা আর রোম্যান্সে ট্রেলারেই নজর কাড়ল ‘হাফ গার্লফ্রেন্ড’]

পরিবারের সঙ্গে আহমেদাবাদ-পুরী এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন চিত্রলেখা৷ ছত্তিশগড়ের রায়পুরে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি৷ নাগপুর থেকে প্রায় তিরিশ কিলোমিটার আগে দাঁড়িয়েছিল ট্রেনটা৷ তখনই প্রসব যন্ত্রণা ওঠে চিত্রলেখার৷ টিকিট কালেক্টর তখনই গাড়িতে ডাক্তার খুঁজতে থাকেন৷ প্রথমে চুপ করেছিলেন বিপিন৷ ভেবেছিলেন, হয়তো ট্রেনে কোনও অভিজ্ঞ চিকিৎসক থাকতে পারে৷ কিন্তু দ্বিতীয়বার টিটি’কে ঘোষণা করতে দেখে আর চুপ থাকেননি৷ সাধ্য যাই হোক সাহায্যের জন্য এগিয়ে যায়৷

[শনাক্ত করতে জুড়তে হয়েছিল লাদেনের ছিন্নভিন্ন মাথা]

তবে পরিস্থিতি বেশ জটিল ছিল৷ মাথার বদলে শিশুর কাঁধ মায়ের নিম্নাঙ্গ থেকে বাইরে বেরিয়ে ছিল৷ কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানান বিপিন৷ ছবিও পাঠান৷ শিখা মালিক নামে এক সিনিয়র তাঁকে সাহায্য করেন৷ ট্রেনের সহযাত্রীরাও কামরা খালি করে দেন৷ কিছু মহিলাও কামরায় প্রয়োজনীয় ব্যবস্থা করে দেন৷ সকলের সাহায্যে অসাধ্য সাধন করেন হবু ডাক্তার৷ মানবিকতার জোরেই জন্ম দেন নতুন প্রাণের৷

[কালো টাকা নিয়ে মোদিকে খোঁচা চিদম্বরমের, জবাব বেঙ্কাইয়ার]

ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে বিপিনের এই কীর্তি৷ সকলেই কুর্নিশ জানিয়েছেন হবু ডাক্তারের এই কীর্তিকে৷ চিত্রলেখার মুখে কোনও ভাষাই নেই সমবয়সীকে ধন্যবাদ জানানোর৷ পরে বিপিন জানান, এটা তাঁর কর্তব্য ছিল মাত্র৷ প্রত্যেক মানুষের প্রসব সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা উচিত৷ যাতে তাঁরা অসহায় মানুষের উপকার করতে পারেন৷

[‘নির্বাচন কমিশন আসলে ধৃতরাষ্ট্র, যে কিনা দুর্যোধনকে জেতানোর চেষ্টা করছে’]

The post হোয়াটসঅ্যাপের সাহায্যে চলন্ত ট্রেনে মহিলার প্রসব করিয়ে নজির হবু ডাক্তারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement