সঞ্জিত ঘোষ, নদিয়া : প্রতিবেশী বাংলাদেশে ক্রমশ বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। ওপারে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের কোনও সুরাহা নেই। সেই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকেও একহাত নিলেন। রবিবার নদিয়ায় জেলা সম্মেলনে গিয়ে বাংলাদেশ ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে একযোগে নিশানা করলেন তিনি।
রবিবার নদিয়ার নবদ্বীপ শহরের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সিপিএমের ২৫ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, ''বিজেপি ইচ্ছে করলে যুদ্ধ করতে পারবে না। ভারতের আশেপাশের দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটাই কারণ - বিজেপি। প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ইউনিয়ন নেই ভারতের। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশে অনেক কিছুই ভোলবদল হয়েছে।''
তাঁর আরও প্রশ্ন, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে কেন ? আগেও সার্ক ছিল। কেন ভারতে মোদী সরকার আসার পরে সার্ক উঠে গেল। মোদি সরকার আসার পরে দেশের বৈদেশিক সম্পর্কেও বদল হয়েছে। সেই প্রশ্ন তুলেছেন সেলিম। নারী নির্যাতন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি। আর জি কর কাণ্ড থেকে জয়নগর থেকে একাধিক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজ্যের নারী সুরক্ষা কোথায়? সেই প্রশ্ন তুলেছেন সেলিম।
সেলিমের সাফ কথা, ''সিপিএমের আমলে এত অরাজকতা ছিল না এই রাজ্যে। রাজ্যে নারী সুরক্ষা ছিল। বেকারত্বের সংখ্যাও কম ছিল। এখন যত দিন যাচ্ছে ততই লুটপাট চলছে রাজ্যে।'' এদিন সম্মেলনে জেলার কয়েকশো সিপিএম জেলা নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম জেলায় আরও শক্তি বাড়াবে বলে আশাবাদী রাজ্য সম্পাদক।