সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেক্স স্ক্যান্ডালে মূল অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করল বিদেশমন্ত্রক। সূত্রের খবর, কর্নাটক সরকারের অনুরোধেই এই পদক্ষেপ করেছ কেন্দ্র। উল্লেখ্য, যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার আগেই দেশ ছেড়ে পালিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি।
প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল (Prajwal Revanna)। তদন্ত শুরু হতেই দেশ ছেড়েও পালিয়েছেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্লু কর্নার নোটিস দায়ের করেছে সিবিআই। দেশছাড়া প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নিয়েছে কর্নাটকের (Karnataka) সিদ্দারামাইয়া সরকার। কিন্তু কিছুতেই লাভ হয়নি। দেশে ফেরানো যায়নি প্রজ্জ্বল রেভান্নাকে।
[আরও পড়ুন: অধরা ভিটেছাড়াদের ক্ষতিপূরণ! বারাণসীর ভোটে এবার ইস্যু কাশী বিশ্বনাথ করিডর]
সূত্রের খবর, এবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, বিদেশমন্ত্রকের (MEA) কাছে চিঠি লিখেছে কর্নাটক সরকার। সাংসদ প্রজ্জ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করতে আবেদন জানানো হয়েছে তাদের তরফে। আপাতত সেই আবেদন খতিয়ে দেখছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন ওই আধিকারিক। উল্লেখ্য, এই কূটনৈতিক পাসপোর্ট কাজে লাগিয়েই দেশ ছেড়েছিলেন জেডিএস সাংসদ।
প্রসঙ্গত, জেডিএস সাংসদের এই কাণ্ডে প্রবল অস্বস্তির মুখে পড়েছে বিজেপি (BJP)। কারণ রেভান্নার সমর্থনে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সেই কাজকে তোপ দেগে রাহুল গান্ধী বলেছিলেন, ৪০০ মহিলার ধর্ষককে ভোটে জেতাতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। সেক্স স্ক্যান্ডালে অভিযুক্ত ছিলেন প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নাও। গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়েছেন তিনি।