সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী কোভিড হাসপাতালে কাজ করতে উদ্যোগী? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কালিম্পং স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি (Department of Health and Family Welfare Samiti, Kalimpong)। আগ্রহী প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে কর্মী নিয়োগ। তবে ইন্টারভিউতে স্বশরীরে উপস্থিত থাকার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিকাল কেয়ার)
শিক্ষাগত যোগ্যতা:
১. প্রার্থীকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২. ক্রিটিকাল কেয়ার টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা অথবা ক্রিটিকাল কেয়ার টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী ২০ হাজার টাকা করে প্রতি মাসে বেতন পাবেন।
[আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই রাজ্যের সরকারি হাসপাতালে নার্স নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]
ল্যাব টেকনিশিয়ান
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা:
১. উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়াদের ক্ষেত্রে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করা প্রয়োজন।
২. মাইক্রোবায়োলজি/বায়ো-টেকনোলজিতে বিএসসি অথবা এমএসসি করা যাঁদের ভাইরোলজি ল্যাব আরটি পিসিআর অথবা পিসিআর মেশিনে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন।
বয়সসীমা:
১০ আগস্ট, ২০২০ তারিখের নিরিখে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা ইন্টারভিউতে যোগ দিতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার ২২০ টাকা বেতন পাবেন।
বিঃদ্রঃ – উপরোক্ত শূন্যপদের জন্য ইন্টারভিউতে উপস্থিত প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। এছাড়া এই শূন্যপদে নির্বাচিত প্রার্থীদের কালিম্পংয়ের ত্রিবেণী কোভিড হাসপাতালে চুক্তিভিত্তিতে আপাতত কাজ করতে হবে।
[আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরি খুঁজছেন? সামনেই সুবর্ণ সুযোগ, আবেদন জানান দ্রুত]
ইন্টারভিউর দিনক্ষণ:
৯ নভেম্বর, ২০২০ তারিখে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত নেওয়া হবে ইন্টারভিউ।
ইন্টারভিউ নেওয়া হবে:
অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, কালিম্পং। পিন কোড: ৭৩৪৩০১।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা থাকা প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য ইচ্ছুকদের https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।