সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে বিপুল কর্মসংস্থানের হদিশ। অনলাইন শপিং সাইট Meesho প্রায় ৫ লক্ষ কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে চাকরিপ্রার্থীদের আবেদনপত্র চাওয়া হয়েছে। গত বছরও পুজোর আগে নিয়োগ করেছিল মিশো। এবার সেই নিয়োগের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করল তারা।
সংস্থার তরফে জানানো হয়েছে, ৫ লক্ষ শূন্যপদে নিয়োগ করবে Meesho। টায়ার ৩ এবং টায়ার ৪ গ্রুপে নিয়োগ শুরু হবে নিয়োগ। প্রথমে নিয়োগ করা হবে ডেলিভারি অ্যাসোসিয়েট। পরে অন্যান্য পদে নিয়োগ করা হবে। তবে সরাসরি অনলাইন শপিং প্ল্যাটফর্মের পাশাপাশি তাদের লজিস্টিক ডেলিভারি পার্টনার ইকম এক্সপ্রেস, ডিটিডিসি, ইলাস্টিক রান, লোডশেয়ার, ডেলহিভেরি, শ্যাডোফক্স এবং এক্সপ্রেসবিসে নিয়োগ হবে।
[আরও পড়ুন: মিছিল যাবে অভিষেকের অফিস ঘেঁষেই, আদালতে খারিজ রাজ্যের আরজি]
এ প্রসঙ্গে সংস্থার চিফ এক্সপেরিয়েন্স অফিসার সৌরভ পাণ্ডে জানান, “পুজোর সময় আমরা চাকরির সুযোগ আনছি। প্রায় ৫ লক্ষ পদে নিয়োগ হবে। সংস্থার গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়ার স্বার্থেই বিপুল নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র শিল্পকে আরও চাঙ্গা করার লক্ষ্য নিয়েছে মিশো।” স্বাভাবিকভাবেই পুজোর সময় অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির উপর চাপ বাড়ে। সেই চাপ সামাল দিতে ডেলিভারি পার্টনারের সংখ্যা বাড়ায় তারা। তবে উৎসবের মরশুম কেটে গেলে এই কর্মসংস্থান কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
[আরও পড়ুন: ডেঙ্গু নিধনে মরিয়া লালবাজার, আলিপুর বডিগার্ড লাইনে কেনা হচ্ছে ‘স্মোক ফগার’]