shono
Advertisement

এক বছরে ৪৩৪টি হারানো শিশুকে উদ্ধার করে নজির এই অফিসারের

কারণ তাঁর বিশ্বাস... The post এক বছরে ৪৩৪টি হারানো শিশুকে উদ্ধার করে নজির এই অফিসারের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 AM Apr 18, 2017Updated: 05:32 AM Apr 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিলপিল করছে মানুষ৷ সবার ব্যস্ততা তুঙ্গে৷ ট্রেনটা ধরতেই হবে৷ নইলে দেরি হয়ে যাবে৷ এই হুড়োহুড়িতে কার সময় আছে পাশের শিশুটার দিকে নজর দিতে? কেমন যেন উদভ্রান্ত মনে হচ্ছে৷ হারিয়ে গিয়েছে মনে হয়৷ ইস, বাচ্চাটা যেন মা-বাবাকে খুঁজে পায়৷ এই রে ট্রেনটা বোধহয় ছেড়ে দিল – এইভাবেই আমরা বেশিরভাগই মুখ ফিরিয়ে নিই কর্তব্য থেকে৷ কিন্তু রেখা মিশ্র থাকতে পারেন না৷ কারণ অসহায়ের সহায় হওয়াটাই তাঁর কর্তব্য৷ আর এই পথে চলেই নজির গড়ে চলেছেন ভারতীয় রেলের এই অফিসার৷ এক বছরের মধ্যে ৪৩৪ শিশুকে বাঁচিয়েছেন তিনি৷

Advertisement

[রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১০০ ঝুপড়ি]

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে নিরপত্তার দায়িত্বে রয়েছেন এই আরপিএফ অফিসার৷ তাঁর মতো অনেকেই রয়েছেন এই দায়িত্বে৷ কিন্তু আহমেদনগরের রেখা নিজের কাজকে পেশার বাধ্যবাধকতা কম, দায়িত্ব বেশি মনে করেন৷ দায়িত্ব মানবিকতার৷ সমাজের জন্য ভাল কিছু করার দায়িত্ব৷ সেই দায়িত্ব থেকেই শিশুদের সাহায্য করতে এগিয়ে আসেন রেখা৷ তাঁর মতে, শুধু শিশুদের উদ্ধার করা নয় তাঁদের বোঝাও ভীষণ প্রয়োজন৷ এমনিতেই এমন জনবহুল জায়গায় হারিয়ে ভয় ধরে যায় তাঁদের মনে৷ সেই ভয়টা কাটানো খুবই দরকার৷ হামেশা সেটাই তিনি চেষ্টা করেন৷

[বগুলায় তৃণমূল নেতা খুন, তদন্ত শুরু করেছে সিআইডি]

শুধু শিশুদের উদ্ধারই নয় আরপিএফ-এর অন্যান্য অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেখা৷ সম্প্রতি এক বড় টিকিট দুুর্নীতির পর্দা ফাঁস হয়েছে৷ সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আরপিএফ অফিসার৷ শুধু অপরাধের বিরুদ্ধে নয় খেলার ময়দানেও রেলের তরফ থেকে লড়েন রেখা৷ রাজ্যস্তরের অ্যাথলিট তিনি৷ রেখার প্রশংসা শোনা যায় তাঁর সিনিয়রদের মুখেও৷ খুব শিগগিরিই বিশেষ পুরস্কারের জন্য হেড অফিসে রেখা মিশ্রর নাম সুপারিশ করবে তাঁর ডিপার্টমেন্ট৷

[“মুসলিমদের আচরণ নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই হিন্দুদের”]

The post এক বছরে ৪৩৪টি হারানো শিশুকে উদ্ধার করে নজির এই অফিসারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement