সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতমাসে অযোধ্যার ধর্মসভায় সেভাবে সাড়া মেলেনি। কিন্তু এবার দিল্লির সভায় রীতিমতো চমক দিল বিশ্ব হিন্দু পরিষদ। অযোধ্যায় মাঠ ভরেনি। কিন্তু রাজধানীতে গোটা শহর কার্যত স্তব্ধ হয়ে গেল রাম মন্দিরের দাবিতে। মন্দির তৈরির প্রক্রিয়া তরান্বিত করতে রাজধানীর বুকে এই সভার আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সভা উপলক্ষে এদিন রাজধানীতে হাজারো মানুষের ঢল দেখা গেল। পরিস্থিতি এমনই যে লালকেল্লার ময়দানেও রামভক্তদের জায়গা দিতে পারেননি আয়োজকরা। সকলের একটাই দাবি, দ্রুত মন্দির তৈরি করতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, এদিন দিল্লিতে অন্তত দেড় লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন।
[চ্যানেলের লাইভ অনুষ্ঠানে বিজেপি ও সমাজবাদী নেতার হাতাহাতি]
মন্দির ইস্যুতে এই জমায়েত মূলত হিন্দুত্ববাদী তথা বিজেপির সঙ্গে যুক্ত সংগঠনগুলি আয়োজন করলেও তা গেরুয়া শিবিরের জন্য অস্বস্তিরই কারণ হয়ে দাঁড়াল। কারণ মঞ্চ থেকে নাম না করে বিজেপিকেই আক্রমণ শানালেন আরএসএসের বর্ষীয়ান মুখপাত্র ভাইয়াজি জোশী। তাঁর সাফ কথা, যাঁরা ক্ষমতায় আছেন তাদের বোঝা উচিত মানুষ কী চাইছেন। তিনি বলেন, “যাঁরা আজ ক্ষমতায় তাঁরা একসময় রাম মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাঁদের বোঝা উচিত আমাদের ভাবাবেগের জায়গাটা। আমরা ভিক্ষে চাইছি না। গোটা দেশ চাইছে রাম রাজ্য।” সভা মঞ্চ থেকে বিশ্ব হিন্দু পরিষদের অন্য নেতারাও দ্রুত মন্দির নির্মাণ প্রক্রিয়া শুরুর পক্ষে সওয়াল করেন।
[মঞ্চ থেকে নামতেই কেন্দ্রীয় মন্ত্রীকে সপাটে চড়! দেখুন ভিডিও]
এদিনের সভার আয়োজক বিশ্ব হিন্দু পরিষদ হলেও এই বিশাল জনসমাগমের পিছনে আরএসএসের হাত ছিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লি এবং সংলগ্ন রাজ্যগুলি ছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে লোক জড়ো করা হয়েছিল রাজধানীতে। ভিড় একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লালকেল্লার প্রধান ফটকের সামনে মানব প্রাচীর তৈরি করে ভিড় সামাল দিতে হয় পুলিশকে। বিশেষজ্ঞরা বলছেন, রামভক্তদের এই অতি উৎসাহ আগামী দিনে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।