shono
Advertisement

ব্রেক্সিট নিয়ে আরও বিপাকে ব্রিটেন, সমাধান খুঁজতে জনসনকে ৩০ দিন সময় দিলেন মর্কেল 

ব্রেক্সিট জট খোলাই নতুন প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। The post ব্রেক্সিট নিয়ে আরও বিপাকে ব্রিটেন, সমাধান খুঁজতে জনসনকে ৩০ দিন সময় দিলেন মর্কেল  appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM Aug 22, 2019Updated: 04:04 PM Aug 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত চুক্তিহীন ব্রেক্সিটের পথে ব্রিটেন৷ মসনদ থেকে টেরেসা মে’র প্রস্থানেও কাটছে না জট৷ প্রধানমন্ত্রী পদে বসে মুখে আত্মবিশ্বাস দেখালেও, হালে পানি পাচ্ছেন না মে’র উত্তরসূরী বরিস জনসন৷ এবার ব্রিটিশ কোর্টে বল ঠেলে দিয়ে, প্রধানমন্ত্রী জনসনকে রফাসূত্র খুঁজে বের করতে ৩০ দিন সময় দিলেন জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল৷ এর অন্যথায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিনা চুক্তিতে প্রস্থান করতে হবে ব্রিটেনকে৷  

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের আশায় জল, আফগানিস্তান থেকে সরছে না মার্কিন ফৌজ]

বুধবার বার্লিনে অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে সাক্ষাৎ করেন বরিস জনসন৷ জি-৭ সামিটের আগে এই সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা৷ সম্প্রতি, ব্রেক্সিট নিয়ে জার্মানি-সহ অন্যান্য ইইউ সদস্যদের সঙ্গে কূটনৈতিক চাপানউতোর চলছে ব্রিটেনের৷ সমাধান খুঁজতে অসমর্থ হয়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফাও দেন টেরেসা মে৷ তারপরই কনজারভেটিভ দলের রাশ ধরেন জনসন৷ তবে তাঁর কাছেও যে পথ খুব সুগম নয়, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মর্কেল৷

এদিন ব্রেক্সিট নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য চুক্তির খসড়া তৈরির দায় জনসনের কাঁধেই চাপিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর৷ তিনি বলেন, ‘৩০ দিনের মধ্যে রফাসূত্র বের করুক ব্রিটেন৷ তাদের অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ড এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড সীমায় ব্রেক্সিট সংক্রান্ত জটিলতা মোকাবিলায় খসড়া তৈরি হলে বাকি সমস্যাও মিটে যাবে৷ ব্রিটেন আগেও বহু সমস্যার সমাধান করেছে৷ তারা এই জটও খুলতে সক্ষম হবে বলে আমি মনে করি৷’এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, মর্কেলের একটি বিখ্যাত উক্তি আউড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘আমরা ব্যবস্থা করে নেব’৷

উল্লেখ্য, ২০১৫ সালে শরণার্থী সমস্যার সময় উদ্বাস্তু সিরীয়দের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে হুবহু এই মন্তব্যই করেছিলেন মর্কেল৷ তারপর বাকিটা ইতিহাস৷ এদিকে, আজই ফ্রান্স পৌঁছে গিয়েছেন জনসন৷ সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসবেন জনসন৷ তবে সেই সাক্ষাতেও কাঁটা থাকছে৷ কারণ আগেই ব্রেক্সিট নিয়ে নতুন করে আলোচনার আরজি উড়িয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট৷ সব মিলিয়ে কীভাবে এই জট খোলেন জনসন, তাই এখন দেখার৷

[আরও পড়ুন: হংকংয়ে হুলুস্থুলু, ব্রিটিশ কনসুলেটের কর্মীকে আটক করল চিন]                                              

The post ব্রেক্সিট নিয়ে আরও বিপাকে ব্রিটেন, সমাধান খুঁজতে জনসনকে ৩০ দিন সময় দিলেন মর্কেল  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement