shono
Advertisement

Breaking News

গোল্ডেন গ্লোবের মঞ্চে ট্রাম্পকে বিঁধলেন মেরিল স্ট্রিপ

দেখুন সেই ভিডিও The post গোল্ডেন গ্লোবের মঞ্চে ট্রাম্পকে বিঁধলেন মেরিল স্ট্রিপ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:39 AM Jan 10, 2017Updated: 09:09 PM Jan 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল পুরস্কার বিতরণের মঞ্চ৷ হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ৷ ৭৪তম গোল্ডেন গ্লোবের মঞ্চকেই আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিলেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ৷ আর শুনলেন উপস্থিত তারকা দর্শকরা৷

Advertisement

এদিন গোল্ডেন গ্লোবের মঞ্চে সিসিল বি দেমিলি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নিতে মঞ্চে ওঠেন মেরিল৷ এরপরই তিনি নাম না করে ট্রাম্পকে বিঁধে চলেন৷ স্ট্রিপ বলেন, হলিউডে সারা বিশ্ব থেকে প্রতিভা এসেছে৷ আপনি যদি সবাইকে বের করে দিতে চান তাহলে আপনাকে ফুটবল ও মাঝারি মানের মার্শাল আর্টই দেখতে হবে৷

(গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা)

২০১৫ সালে ক্যারোলিনার এক প্রচার সভায় ট্রাম্প এক প্রতিবন্ধী সাংবাদিককে উপহাস করেন৷ এদিন তা নিয়েও সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে একহাত নেন অভিনেত্রী৷ তিনি বলেন এটা কোনও ছবি নয়, বাস্তব ঘটনা৷ ক্ষমতাসীন কোনও মানুষ যখন এমন আচরণ করেন, তখন অবাক হতে হয়৷ হিংসা হিংসাকেই জন্ম দেয়৷ অপমান, অপমানকেই জন্ম দেয়৷

 

.@violadavis gives the introduction for this year’s Cecil B. DeMille Award recipient, Meryl Streep. #GoldenGlobes pic.twitter.com/LafpKlwsDh

— Golden Globe Awards (@goldenglobes) January 9, 2017

নিজের ভাষণে এইভাবেই ট্রাম্পের সমালোচনা করেন আটবারের গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী৷ উপস্থিত দর্শকরা নীরব হয়ে শুনছিলেন তাঁর এই বার্তা৷ পরে হাততালিতে ভরে যায় গোটা প্রেক্ষাগৃহ৷ পরে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্রাম্প বলেন ‘ওভাররেটেড’ অভিনেত্রীর থেকে তিনি এটাই আশা করেছিলেন৷

 

 

The post গোল্ডেন গ্লোবের মঞ্চে ট্রাম্পকে বিঁধলেন মেরিল স্ট্রিপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement