সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল দাবদাহ থেকে অবশেষে মুক্তি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিন দিন দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কমবে গরমের দাপট। সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে। দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পশ্চিমবঙ্গেও।
গত সপ্তাহেই দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল দিল্লি (Delhi)। দেশবাসীকে চমকে দিয়ে রাজধানীর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রিতে। দিল্লির রেকর্ড ভেঙেছে মহারাষ্ট্র। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ৩০ মে অর্থাৎ বৃহস্পতিবার নাগপুরের তাপমাত্রা পৌঁছয় ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। কেবল এই দুই শহর নয়, প্রবল গরমে কাহিল হয়ে পড়েছিল গোটা দেশ। গত এক সপ্তাহে সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৮৭ জনের।
[আরও পড়ুন: মোদির প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলতেই চাঙ্গা শেয়ার বাজার, সূচক বাড়ল ২০০০ পয়েন্ট]
এহেন পরিস্থিতিতে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, সোম এবং মঙ্গলবারে দিল্লিতে বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও এক লাফে অনেকখানি কমে যাবে। কেবল দিল্লি নয়, রাজস্থানেও হতে পারে বৃষ্টি। ইতিমধ্যেই রবিবার দিল্লি-সহ একাধিক এলাকায় তাপমাত্রা কমেছে। তবুও ৪০ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ছিল দেশের একাধিক অংশে।
কেবল দিল্লি নয়, দেশের নানা অঞ্চলেই চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, ৩-৬ জুন বিহার ও গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পশ্চিমবঙ্গ-সহ একাধিক এলাকায়।