shono
Advertisement

সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।
Posted: 09:57 AM Oct 23, 2022Updated: 10:31 AM Oct 23, 2022

নব্যেন্দু হাজরা: সিত্রাংয়ের (Cyclone Sitrang) প্রভাবে রবিবার সকাল থেকেই মেঘলা উপকূলের জেলাগুলির আকাশ। আগাম সতর্কতা হিসেবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। বন্ধ থাকবে ফেরি সার্ভিস।

Advertisement

ঘূর্ণিঝড় সিত্রাং যে বাংলায় আছড়ে পড়বে না তা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এর প্রভাব পড়বে রাজ্যে, কারণ সুন্দরবনের উপর দিয়ে গিয়ে বাংলাদেশে আছড়ে পড়বে সিত্রাং। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই উপকূলীয় জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। মেঘলা আকাশ। সর্তকতামূলকভাবে ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সুন্দরবন এলাকা দিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশের তিনকোনা ও সন্দীপ এর মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে মঙ্গলবার সকালে। ঘণ্টায় গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার। এর প্রভাবে বাংলায় চলবে দুর্যোগ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সর্তকতা। মাঝারি মাপের বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এলাকায়। সোম ও মঙ্গলবার জলোচ্ছ্বাস হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে। যার জেরে নদী বাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রের জল ঢুকে পড়তে পারে নিচু এলাকায়। প্রচুর বাড়ি ঘর ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

[আরও পড়ুন: ঘোড়ার ‘দাদাগিরি’তে জাতীয় সড়কে যানজট, অতিষ্ঠ স্থানীয়রা]

তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে পালটা আবহাওয়া। ওইদিন অতি ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে। পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে ৬০ থেকে ৮০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এদিন উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

রবিবার থেকে মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি সার্ভিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নান নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দিঘা, মন্দারমণি তাজপুর, সাগর ও বকখালিতে সমস্ত রকম সমুদ্রের ধারে বিনোদনমূলক রাইড বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: চরম প্রতিশোধ! ট্রেনে মদ্যপানের প্রতিবাদ, হাজার কিলোমিটার পেরিয়ে বাবার সহযাত্রীকে মার ছেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার