নব্যেন্দু হাজরা: উত্তর ও দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরবঙ্গে সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল তারা। আগামী বৃহস্পতি বা শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং- এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।
[ আরও পড়ুন: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় ‘খুন’, কুলতলির অন্তঃসত্ত্বার রহস্যমৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ]
দক্ষিণবঙ্গে আজ, সোমবার দিনভর একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কমবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সোমবারও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৫ শতাংশ।
এদিকে উত্তর ওড়িশার উপকূলের কাছে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে উত্তর-পশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা হরিয়ানা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সাগর থেকে পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ডুকছে রাজ্যে। যার ফলে বৃষ্টি কমার সম্ভাবনা এখনই নেই।
[ আরও পড়ুন: পারিবারিক বিবাদ নাকি অন্য কিছু? মুর্শিদাবাদে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনে অভিযুক্ত দেওর ]
The post শুক্রবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, বিক্ষিপ্ত বর্ষণ দক্ষিণের জেলাগুলিতেও appeared first on Sangbad Pratidin.