নিরুফা খাতুন: দফায় দফায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরম। সামান্য হাঁটাচলাতে ঘামে ভিজছে গোটা শরীর। আরও কয়েকদিন দুর্ভোগ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তেমনই। তবে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। বুধবার এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী থাকবে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে রবিবার মধ্যে বৃষ্টি বাড়তে পারে। সপ্তাহান্তে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা।
এদিকে, আগামী চার-পাঁচদিন পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ ও ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশও ভিজতে পারে ভারী বৃষ্টিতে।