shono
Advertisement

বর্ষশেষে দার্জিলিংয়ে তুষারপাত! কলকাতায় কবে নামবে পারদ?

রবি থেকে মঙ্গলবারের মধ্যে আবহাওয়া পরিবর্তনের বড়সড় আপডেট দিল হাওয়া অফিস।
Posted: 10:01 AM Dec 30, 2023Updated: 10:11 AM Dec 30, 2023

নিরুফা খাতুন: বর্ষশেষে দার্জিলিং কিংবা সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন? তবে আপনার জন্য সুখবর। কারণ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হলে তুষারপাতের সম্ভাবনা। রবি থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিতেও ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গেই আবার আরব সাগরে নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। তার প্রভাবে বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা। বড়দিনের মতো এবার কলকাতা-সহ গোটা রাজ্যে ‘উষ্ণ’ বর্ষবরণ। পৌষেই উধাও শীত। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তবে দিনের বেলায় সোয়েটার, জ্যাকেট গায়ে রাখাই যেন দায়।

[আরও পড়ুন: রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?]

কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই বেশি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। জানুয়ারির প্রথম সপ্তাহে আরও বাড়তে পারে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গ উত্তুরে হাওয়ার দাপট নেই। জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা। কাকভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপটও বজায় থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।

[আরও পড়ুন: ৪৫০ টাকায় রান্নার গ্যাস, লক্ষ-লক্ষ সরকারি চাকরি! লোকসভা ভোটের আগে ঢালাও প্রতিশ্রুতি শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার