স্টাফ রিপোর্টার: মহানগর থেকে উধাও শীতবুড়ো। মাঘের শুরুতে বাঘ পালানো তো দূর, উলটে গরমের চোটে সোয়েটার, মাফলারকেই দূরে সরিয়ে রাখতে হচ্ছে। বেলা বাড়তেই পারদ চড়ছে শহরে। মাঝে মধ্যে শিরশির করা হাওয়া। সন্ধের কলকাতায় এ যেন অকাল বসন্ত। কিন্তু এবার সম্ভবত সেই অবস্থা কাটতে চলেছে।
এত তাড়াতাড়ি শীতকে বিদায় জানাতে নারাজ আমবাঙালি। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের যে পানাগড়, শ্রীনিকেতনে শীতের তীব্রতা অত্যন্ত বেশি থাকে সেখানেও এখন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে। বেলা বাড়তেই ফিরছে সেই চেনা অস্বস্তি। তবে কি পাততাড়ি গুটিয়ে চলে গেল শীত? হাওয়া অফিস বলছে, মোটেই না৷ শীতপ্রেমীদের আশ্বস্ত করে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আর মাত্র আটচল্লিশ ঘণ্টা। তারপর ফের পারদ নামবে শহরের। জাঁকিয়ে শীত না পড়লেও মাঘের পুরনো আমেজ নিয়ে আসবে উত্তুরে হাওয়া।
[ বায়োপসি না করেই ‘ক্যানসার’ নির্ণয়, ফের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ]
সোমবার সকাল থেকেই আকাশের মুখভার। যেন বর্ষার সজল মেঘ উঁকি মারছে আকাশের কোন থেকে। আচমকা কেন আকাশ মেঘলা? উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকছে হুড়মুড় করে। অন্যদিকে উত্তর দিকে বায়ুমণ্ডলের নিম্নস্তরে শুষ্ক বাতাসের উপস্থিতি, এই দুইয়ের প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ যা তাপমাত্রাকে নামতে দিচ্ছে না। আকাশ পরিষ্কার হলেই শীত ফিরবে বলে আশাবাদী আবহাওয়া দপ্তর। এদিকে মেঘলা আকাশ তৈরি করেছে বৃষ্টির সম্ভাবনাও। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম হিমালয়ের উপর থাকা ঝঞ্ঝার একটা অংশ পূর্ব হিমালয় পর্যন্ত বিস্তৃত আছে বলে দার্জিলিং, কালিম্পং-সহ হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি রয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে বেশি। আকাশ মেঘলা থাকায় গরমই লেগেছে বেলার দিকে। মঙ্গলবার বিকেলের পর থেকে এই আবহাওয়া বদলাতে থাকবে। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৪, সর্বনিম্ন ৪২ শতাংশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস- কলকাতায় বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত শুরু হয়েছে পড়শি সিকিমে। পুরু বরফে ঢেকে গিয়েছে রাস্তা। এসময় যে পর্যটকরা সিকিমে রয়েছেন তারা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পেজা তুলোর মতো বরফ।
[ সোমবার থেকে ফের কমল মেট্রোর সংখ্যা, ভোগান্তি নিত্যযাত্রীদের ]
The post মেঘ কাটলে ফের শীতের আমেজ, পারদ নামতে পারে ১৪ ডিগ্রিতে appeared first on Sangbad Pratidin.