সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ করল মেটা। ২০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট মুছে দিল তারা। আর এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য 'পিগ বুচারিং' কেলেঙ্কারির মোকাবিলা করা।
কী এই কেলেঙ্কারি
অনলাইনে ফাঁদ পেতে নিরীহ নেটিজনদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার সাম্প্রতিক ফাঁদ। প্রথমে একেবারেই বন্ধুত্বপূর্ণ মেসেজ থেকে শুরু হতে পারে বিষয়টা। তার পর ধীরে ধীরে ফাঁদে ফেলা ব্যক্তির সঙ্গে শুরু হয় বন্ধুত্ব। বলাই বাহুল্য তা কপট এক সম্পর্ক। যার উদ্দেশ্যই উলটো দিকের মানুষটির বিশ্বাস অর্জন করা। এর পর কোনও 'গ্যারান্টেড' প্রকল্পে বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়। আর সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ। প্রথমে অবশ্য অল্প পরিমাণ টাকা তুলে নিতেও দেওয়া হয়। তার পর আচমকাই ওই ব্যক্তি আবিষ্কার করেন তাঁর অ্যাকাউন্ট ফাঁকা করে সর্বস্ব লুটে নিয়ে কেটে পড়েছে প্রতারক।
প্রতারণার শিকার ৩ লক্ষ মানুষ!
এটা একেবারে বৈশ্বিক এক সমস্যা। ২০২৩ সালের এক রিপোর্টে বলা হয়েছে অন্তত ৩ লক্ষ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে এক বছরে ৬৪ বিলিয়ন ডলার খুইয়েছেন তাঁরা। যা ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ কোটি টাকারও বেশি। গত ২ বছর ধরে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মেটা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে কম্বোডিয়া, লাওস ও মায়ানমারের এক বিরাট গ্রুপ রয়েছে এর পিছনে। অবশেষে এই কেলেঙ্কারি রুখতে উড়িয়ে দেওয়া হল ২০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট।
কীভাবে সতর্ক হবেন
সব সময় সতর্ক থাকুন। অনলাইনে নানা মেসেজ আসতে থাকে। এই ধরনের মেসেজে অনেক সময় অপরিচিত ব্যক্তিও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। মিষ্টি কথায় ভুলিয়ে এভাবেই ফাঁদ পাতে তারা। তাই এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে অচেনা মানুষদের সঙ্গে অনলাইনে যোগাযোগের সময় বাড়তি সতর্ক থাকুন। কোনও ধরনের সন্দেহ হলেই রিপোর্ট করুন প্রোফাইলটি।