shono
Advertisement

লাইন পরীক্ষার জন্য ৩০ মিনিট বন্ধ মেট্রো, পরিষেবা না পেয়ে বিরক্ত যাত্রীরা

কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা৷ The post লাইন পরীক্ষার জন্য ৩০ মিনিট বন্ধ মেট্রো, পরিষেবা না পেয়ে বিরক্ত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:03 PM Mar 07, 2019Updated: 02:03 PM Mar 07, 2019

নব্যেন্দু হাজরা: হাজারও অভিযোগ থেকে অবশেষে শিক্ষা নিল মেট্রো রেল কর্তৃপক্ষ৷ আচমকা চলন্ত মেট্রোয় যাতে আর কোনও সমস্যায় না পড়তে হয় তাই আগাম সতর্কতামূলক লাইন পরীক্ষার কাজ শুরু হয়েছে৷ প্রথম দফায় বৃহস্পতিবার কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত লাইন পরীক্ষার কাজ করা হয়েছে৷ যার জেরে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দু’টো পর্যন্ত বন্ধ ছিল নোয়াপাড়া-গিরিশ পার্ক অবধি মেট্রো চলাচল৷

Advertisement

[৪২টি কেন্দ্রে ৩৫০ জনের নামের তালিকা নিয়ে দিল্লির পথে বঙ্গ বিজেপি]

অল্প সময়ে এবং সামান্য খরচে শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে যাওয়ার ভরসা মেট্রো৷ কিন্তু বারবারই তিলোত্তমার লাইফলাইনের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল৷ কখনও লাইনে আগুনের ফুলকি দেখা দেওয়ার সমস্যা, তো আবার কখনও যান্ত্রিক ত্রুটির জেরে চলন্ত রেক থমকে যাওয়া৷ বৃহস্পতিবার সকালেও একইরকম সমস্যা দেখা দেয়৷ দমদম স্টেশনে মেট্রোর লাইনে আগুনের ফুলকি দেখা যায়। অফিসটাইমে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়৷ বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে রীতিমতো ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ 

[সকালে ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা]

যাত্রীদের ক্ষোভ প্রশমিত করতে তৎপর মেট্রো রেল কর্তৃপক্ষ৷ একের পর এক অঘটন থেকে শিক্ষা নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বন্ধ ছিল মেট্রো পরিষেবা৷ দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। দুপুর দু’টো অবধি কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। না জেনে বহু যাত্রী মেট্রো স্টেশনে এসে সমস্যায় পড়েন৷ বিভিন্ন স্টেশনে ভিড় জমিয়ে ফেলেন যাত্রীরা৷ কেউ কেউ বিরক্ত হয়ে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অন্যভাবে গন্তব্যে পৌঁছান৷ আবার অনেকেই প্রায় আধঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হওয়ায় মেট্রোয় চড়ে গন্তব্যে পৌঁছান৷

The post লাইন পরীক্ষার জন্য ৩০ মিনিট বন্ধ মেট্রো, পরিষেবা না পেয়ে বিরক্ত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement