-
- ফটো গ্যালারি
- Mimi chakrabortys bold look raises temperature of social media
উন্মুক্ত উরু, মাখন ত্বক থেকে ঝরে পড়ছে গ্ল্যামার, সমুদ্র সৈকতে উষ্ণ মেজাজে মিমি
সাংসদ-অভিনেত্রীর বোল্ড লুকে বুঁদ নেটপাড়া।
Tap to expand
কাজের অবসরে ঘুরতে বেশ ভালোবাসেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন মাঝেমধ্যে।
Tap to expand
এবার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গিয়েছেন তারকা সাংসদ। ডেস্টিনেশনের নাম ফাঁস না করলেও ঘনিষ্ঠসূত্রে খবর, তিনি সম্ভবত আন্দামান ট্যুরে গিয়েছেন।
Tap to expand
সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী। সমুদ্র সৈকতেও ফ্যাশনিস্তা অবতারে ধরা দিলেন স্বল্পবসনা অভিনেত্রী।
Tap to expand
কখনও নিয়ন গ্রিন সুইমস্যুটে আবার কখনও বা বিকিনির সঙ্গে পেয়ার আপ করেছেন ওয়ান শোল্ডার স্রাগস। সেই ছবি দেখেই শোরগোল সোশাল মিডিয়ায়।
Tap to expand
সঙ্গে রয়েছেন এক টলিউড অভিনেতাও। তিনি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুই তারকার বন্ধুত্ব দীর্ঘ দিনের।
Published By: Sandipta BhanjaPosted: 08:16 PM Feb 08, 2024Updated: 08:16 PM Feb 08, 2024
সাংসদ-অভিনেত্রীর বোল্ড লুকে বুঁদ নেটপাড়া।