সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের তুফান ছবিতে অভিনয় করে দুই বাংলার মন জয় করেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এমনকী, তাঁর 'দুষ্টু কোকিল' গান হইচই ফেলে দিয়েছে এপার বাংলায়-ওপার বাংলাতেও। গত ২০ জুন ইউটিউবে প্রকাশ করা হয়েছিল ‘দুষ্টু কোকিল’ গানটি। ইতিমধ্যেই তা ৩২ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। ট্রেন্ডিং লিস্টেও জায়গা করে নিয়েছে ‘দুষ্টু কোকিল’। গানের এই সাফল্যেই উচ্ছ্বসিত মিমি। অনুরাগীরা মনে করেছিলেন অশান্ত বাংলাদেশ নিয়ে হয়তো তাঁর সোশাল মিডিয়ায় কোনও পোস্ট দেখা যাবে। কিন্তু তা নয়, বরং মিমির ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এল এক মনখারাপের গল্প। হঠাৎ কী হল অভিনেত্রীর?
মিমির ইনস্টাগ্রাম স্টোরি।
[আরও পড়ুন: বড়পর্দায় ফের অঞ্জন-অপর্ণা জুটি, পরমব্রত পরিচালিত ছবির নামে কালজয়ী গানের স্মৃতি]
মিমি তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ''দিনের শেষে, কেউ জানতেও পারে না নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য কতটা বাধা পার করতে হয়। কতটা আত্মত্যাগ করতে হয়। কত কী হারাতে হয়। প্রত্যেকদিন কতটা চাপের মধ্যে থাকতে হয়। তাই এটা মাথায় রাখতে হবে, নিজেকেই সব কিছু করতে হবে। সেটা যাই হোক না কেন।''
মিমি হঠাৎ এমন কেন পোস্ট দিলেন, তার কারণ আসলে অধরা। তবে পোস্ট দেখে বোঝা যাচ্ছে, কোনও কারণে হয়তো একটু হলেও মনখারাপ তাঁর।
রাজনীতিকে বিদায় জানানোর পর থেকেই মিমি এখন একেবারেই নিজের ফিল্মি কেরিয়ারের জন্য ব্যস্ত। হাতে তাঁর বেশ কয়েকটি ছবি রয়েছে। কয়েক মাস আগেই মুক্তি পায় মিমির আলাপ ছবিটি। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল এই ছবি। এই ছবিতে মিমি বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়।
[আরও পড়ুন: ‘বিপ্লবকে কলঙ্কিত করবেন না…’ আর্জি বাঁধনের, বাংলাদেশ নিয়ে কী লিখলেন শাকিব খান?]